নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
সতেরো বছর বয়সী সেরিব্রাল পালসি আক্রান্ত একজন মেয়ে সদ্য প্রকাশিত সিবিএসএর রেজাল্টে ৫০০ তে ৪৫২ পেয়ে নজর কেড়েছে।
মমতা নায়ক নামক ওই মেয়েটি এর আগে বিভিন্ন স্কুলে ভর্তি হতে গিয়ে উপেক্ষিত হয়েছেন।যেহেতু সেরিব্রাল আক্রান্ত শিশুরা ঠিকমতো হাঁটতে এবং কথা বলতে সক্ষম নয়। ফিজিওথেরাপি সেশনের মাধ্যমে তাকে শারীরিক ভারসাম্য নিয়ন্ত্রণ করতে হয়। এর আগে অনেক স্কুলতাকে ভর্তি নিতে দ্বিধাবোধ করেছে।
কিন্তু পশ্চিম আন্ধেরির রাজহানস বিদ্যালয় থেকে সেই মেয়েই এবার এসসিবিএসসি বোর্ডে দশম শ্রেণীতে ৯০.৪ শতাংশ নম্বার পেয়ে আপাতত ওই বিদ্যালয়ের একজন তারকা।
তার ফলাফলে খুশি হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপশিখা শ্রীবাস্তব জানিয়েছেন ,”মমতা বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সকলের কাছে অনুপ্রেরণা।তাঁর কথায় ” মমতা একজন স্নেহময়ী পরিশ্রমী বাচ্চা যে অনেক হাসতে পারে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584