মনিরুল হক,কোচবিহারঃ
১৭ তম লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র ৭২ ঘণ্টা বাকি।তাই নির্বাচনী প্রচারে কোনও পক্ষই এক ইঞ্চি জায়গা ছাড়তে প্রস্তুত নয়। সেই প্রচার তোপ দাগাদাগি সোমবারও রইল বজায়।

এদিন কোচবিহারের রাসমেলার মাঠ থেকে আবারও একবার বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন,“দেশে কোনদিনই সুশাসন আনতে পারবেন না মোদীবাবু-রা। মোদীবাবুরা দুঃশাসন আনতে পারেন। কারণ এক দুর্যোধন আর আর এক দুঃশাসন মিলে তো দেশ চালাচ্ছে।তাঁরা কখনও সুশাসন দিতে পারেন না। দেশকে ওই দুর্যোধন আর দুঃশাসনের নাগাল থেকে মুক্ত করতে হবে। আর তা করেই ছাড়ব।”

এরপরই মমতা বলেন, রাবণের বিশাল চেহারা ছিল, বুকের ছাতি ছিল বড়। তাঁকেও হার মানতে হয়েছিল। এবার মোদীবাবুকেও হার মানতে হবে।তাঁকে হারিয়ে দেশকে রক্ষা করতে হবে আমাদেরই।তাহলেই আসবে সুশাসন।আর বাঁচবে দেশ। মমতার কথায়,মোদীকে বধিবে যে,গোকুলে বাড়িছে সে।
গতকাল এই মঞ্চে নরেন্দ্র মোদীর জন সভা হয়েছিল তাঁর ভাষণের জবার দিতে গিয়ে তিনি বলেন,যারা দিল্লি থেকে ছুটে আসছেন তারা একটা হেরিটেজ টাউন করতে পেরেছেন কোচবিহারকে ? রাজবংশীদের নেতা পঞ্চানন বর্মা আমাদের সবার নেতা৷ তার নামে স্কুল করে ছিলেন ? আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি।এটা তৃণমূল কংগ্রেস করে,বলেনা।
এরপই মুখ্যমন্ত্রী বলেন,এই নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচন নয়।এই নির্বাচন দিল্লি বদল করার নির্বাচন।পাঁচ বছর কাজ করার পরে যার কৈফিয়ত দেওয়ার কথা।তিনি কৈফিয়ত না দিয়ে তিনি আমাদের কাছে কৈফিয়ত চাইছেন ‘হরিদাস’৷বিদায়ী প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদী প্রধান মন্ত্রী, হিটলারী প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী, আমার কাছে কৈফিয়ত চান? আমি যা কাজ করেছি তার ১ শতাংশ করেছেন? আমার চ্যালেঞ্জ আমি যা করেছি তার ১ শতাংশ করে দেখান।’
আরও পড়ুনঃ কোচবিহারের সভা থেকে মোদীকে হুঁশিয়ারি মমতার, বেঁচে থাকলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব
এদিনের সভায় হাজির ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ,তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী, বিধায়ক মিহির গোস্বামী, উদয়ন গুহ, ফজলে করিম মিয়া,হিতেন বর্মণ, অর্ঘ রায় প্রধান, জগদীশ বসুনিয়া,প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, জেলা পরিষদের সভাধিপতি উমা কান্ত বর্মণ,কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ, নুর আলম হোসেন, হুমায়ুন কবীর সহ জেলার সমস্ত তৃণমূল নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584