নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আজ মেদিনীপুর শহরে শ্যামসংঘ ভবনে বিজেপির গণতন্ত্র বাঁচাওযাত্রা উপলক্ষ্যে বিশেষ পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়,অরবিন্দ মেনন,মুকুল রায় সহ রাজ্য ও জেলা নেতৃত্ব।
এই বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় মমতার মাওবাদী প্রসঙ্গে জানান যে মমতা ব্যানার্জির সরকার মাওবাদীদের সাহায্য নিয়ে গঠন হয়েছে,তারপর আবার তাদের শেষ করেছেন। আমাদের কাছে প্রমাণ আছে যে উনি কিভাবে মাওবাদীদের সাহায্য নিয়েছেন,সব কিছুই প্রকাশিত করব।রাবণ যাত্রা প্রসঙ্গে বলেন মমতা কখনো মোদীকে ভাই বলেন,আবার কখনো রাবণ বলেন। উনি কি তাহলে রাবণের বোন সুর্পনখা।
কৈলাস উবাচঃ
ধর্ম প্রসঙ্গে বলেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়, আগে মমতা বানো ছিলেন,মসজিদে যেতেন নামাজ পড়তে, আর এখন মমতা বানো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে মন্দিরে যান।বাংলাকে অনুপ্রবেশকারীদের বাসস্থানে পরিনত করেছেন যা দেশের পক্ষে বিপদ।তাই বাংলায় গনতন্ত্রকে রক্ষা করতে ও দেশের স্বার্থে এই তৃণমূলের সরকারের পতন দরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584