সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন যে “সর্বশক্তি দিয়ে লড়ছে বাংলা। দেশের মধ্যে পশ্চিমবঙ্গের ভূমিকাই সবচেয়ে ভাল। এই পরিস্থিতিতে কেন্দ্রের রাজনীতি কাম্য নয়।” মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পঞ্চম ভিডিও কনফারেন্সে এই বার্তাই স্পষ্ট করে দিলেন তিনি।
আর কিছুদিন পরেই তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হবে, এরপর কোন পথে হাঁটবে দেশ, লকডাউনের মেয়াদ বাড়াবে কিনা , সেসব বিস্তারিত জানতেই আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার কথাও জানতে চান নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ খুলতেই হ্যাং হয়ে গেল আইআরসিটিসি-র ওয়েব সাইট
মুখ্যমন্ত্রী বলেন “রাজ্য হিসেবে করোনা রুখতে আমরা সবচেয়ে বেশি চেষ্টা করছি। আমাদের চারপাশে বেশ কয়েকটা সীমান্ত রয়েছে, অন্যান্য বড় বড় দেশও রয়েছে। তা সত্বেও চেষ্টা করে চলেছি সংক্রমণ যাতে না ছড়ায়। এই সংকটকালে কেন্দ্রেরও কোনও রাজনীতি করা উচিত নয়। সব রাজ্যকেই সমানভাবে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাটাই কাম্য।” তবে মুখ্যমন্ত্রী কথায় এই করোনা পরিস্থিতিতে বিজেপি যেন রাজনীতি না করেন,এই সময় মানুষের পাশে থাকাটাই তাদের লক্ষ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584