কোচবিহারে সারদা তদন্তের অগ্রগতি নিয়ে মোদীকে প্রশ্ন মমতার

0
56

মনিরুল হক,কোচবিহারঃ

Mamata questioned modi
নিজস্ব চিত্র

প্রথম দফার ভোট প্রচারের শেষলগ্নে প্রচারের সুর তারে বেঁধে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর সভার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে কয়েক মিটার দূরে বাঁধা মঞ্চ থেকে তাঁকে তীব্র আক্রমণ শানালেন তিনি।এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন বাংলায় এনআরসি করতে দেব না। ‘চা-ওয়ালা এখন ভাঁওতাবাজ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ চা ওয়ালা এখন হয়েছে ভাঁওতাবাজ।বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। ভোট কেন একটা কাঁচা কলাও দেবে না মানুষ। রাজনৈতিকভাবে তোমাকে বিদায় দেবে।কটাক্ষ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে।

৫ বছরেও চৌকিদারের দেখা নেই বলে কটাক্ষ করেন। ‘সারদা তদন্ত ফেলে রাখা হয়েছে’ প্রধানমন্ত্রীকে হরিদাস, ফ্যাসিবাদী, স্বৈরাচারী। কোচবিহারের রাসমেলার মাঠ থেকে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলাই পরবর্তী কেন্দ্রীয় সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিন তিনি বলেন, কলেজ, মেডিক্যাল কলেজ শুরু করে আইটিআই সবই হয়েছে তৃণমূলের সময়ে।৬৬ বছরের ছিটমহল সমস্যার সমাধান করেছে তৃণমূল।রাজ্য সরকার ১১০০ কোটি টাকা খরচ করেছে।

Mamata questioned modi
নিজস্ব চিত্র

এদিন কোচবিহারের সভা থেকে ফের সারদা তদন্ত নিয়ে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে এদিন আর মুকুল রায়ের নাম নিয়ে কোনও ইঙ্গিত করেননি। মুখ্যমন্ত্রী বলেন সারদা তদন্ত ফেলে রাখা হয়েছে।গত পাঁচ বছরে সারদা নিয়ে তদন্ত কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে প্রশ্ন করেন মমতা।তিনি বলেন,সারদা-নারদা-হাওয়ালা মোদীবাবুর বাঁশিওয়ালা।

আরও পড়ুনঃ নেট টেট সমস্যা দূর না করে পাকিস্তান সমস্যার সমধান করতে যাওয়া দিবাস্বপ্ন,তৃণমূলের ইস্তেহার প্রসঙ্গে দিলীপের মত

রাফালেতে কত পেয়েছেন বলে প্রশ্ন করে সারদা-নারদা-হাওয়ালার বড় নেতা বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন বলেন,২০১৩ সালে সারদা নিয়ে তদন্ত শুরু হয়েছে।ছয় বছরে বিজেপি কতটাকা ফেরত দিতে পেরেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here