নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গতকাল ৩৭০ ধারা প্রত্যাহারের ঘোষণার পর ওমর আবদ্দুলা, মেহবুবা মুফতিকে গ্রেফতার করা হয়। তারপর থেকে কোনও খোঁজ নেই তাঁদের। কোথায় তাঁরা সংসদে সোমবার কেন্দ্রের থেকে জবাব চাইলেন বিরোধীরা।পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শেষ টুইটটি করেছেন ২২ ঘণ্টা আগে। ধারা ৩৭০ বাতিল করে দেওয়ায় কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘অসংবিধানিক’ বলে আখ্যা করে টুইট করেন। আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদ্দুলাকে টুইটারে শেষ দেখা গিয়েছে সোমবার কাকভোরে।
এদিন একদিকে যখন এই ইস্যুতে লোকসভা উত্তাল হয়ে উঠেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি এই বিল সমর্থন করছেন না। এই বিল আনার আগে সবার সঙ্গে কথা বলা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
তাঁর দাবি, এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সব দলকে বিষয়টা জানানো দরকার ছিল। কাশ্মীরিদের সঙ্গেও কথা বলা প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।তৃণমূলনেত্রীর মতে কোনও বড় সিদ্ধান্তে পৌঁছনোর আগে সব স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলা উচিৎ। তাই তাঁরা এই বিলে সমর্থন করছেন না এবং ভোটাভুটিতেও অংশ নেবেন না বলে জানিয়েছেন।ওমর আব্দুল্লা ও মেহবুবা মুফতির গ্রেফতারি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুনঃ কাশ্মীর ইস্যুতে শান্তি বজায় রাখার বার্তা আমেরিকার
তিনি কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন, যাতে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দ্রুত মুক্তি দেওয়া হয়। তিনি বলেছেন, ‘ওরা সন্ত্রাসবাদী নয়। গনতন্ত্রের স্বার্থে ওদের দ্রুত ছেড়ে দেওয়া উচিৎ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584