শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ খিদিরপুরের সভায় তৃণমূল কর্মী-সমর্থকদের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতেই হবে, এই উপনির্বাচন না জিতলে আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না তিনি, এমনটাই সংবিধান সম্মত। এদিন খিদিরপুরের সভায় একথা কর্মী সমর্থকদের আরও একবার স্মরণ করিয়ে দিলেন মমতা।
এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে মনে করিয়ে দেন, সকলে যেন মাস্ক পরে ভোট দিতে যান। তিনি আরও বলেন, “আপনার একটা ভোট না পেলে মনে রাখবেন আমাকে আপনারা পাবেন না। সেজন্য একটা ভোটও খুব দরকার।“
এর আগেও বহুবার মমতাকে দেখা গিয়েছে বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে স্লোগান দিতে। এদিনের সভাতেও তার অন্যথা হল না। উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তৃনমূল সুপ্রীমো বলেন,”এনআরসি, সিএএ, এনপিআর নিয়ে লড়বে কে? নোটবন্দির বিরুদ্ধে লড়বে কে? বিজেপির দাঙ্গার বিরুদ্ধে লড়বে কে? উন্নয়নের জন্য লড়বে কে?” প্রতিবারই উত্তর আসে, ‘দিদি। তিনি যে আজও একজন স্ট্রীট ফাইটারই আছেন, কর্মীদের মনোবল বাড়াতে সেকথা ফের বুঝিয়ে দিলেন তৃনমূল নেত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584