মনিরুল হক,কোচবিহারঃ
“বাংলার সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা।” বুধবার কোচবিহারের দিনহাটার সংহতি ময়দানের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে দিনহাটার সংহতি ময়দানে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভা করেন তিনি।
তার সঙ্গে এই জনসভায় আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান। এদিন যখন কলকাতার বিগ্রেড ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেই সময় দিনহাটার জনসভা মঞ্চ থেকে মোদী ও তার দল বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ কোচবিহারের সভায় মোদীকে এক্সপায়ারি বাবু বলে কটাক্ষ মমতার
এদিন তিনি তার বক্তব্যে রাজ্যে তৃণমূল সরকারের সময়ের উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করেন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “বাংলার সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা।”
এদিনের সভায় মুখ্যমন্ত্রী নোটবন্দী ইস্যুতে প্রধান মন্ত্রীকে তোপ দেগে বলেন, “নোটবন্দির নামে মোদী জনগণের টাকা লুঠ করেছেন। সেই টাকায় সারা দেশে মিটিং করে বেড়াচ্ছেন।” এমনকি কলকাতার ব্রিগেড ময়দানে হ্যাঙার দিয়ে প্রধানমন্ত্রীর জনসভার বিষয়টিকেও কটাক্ষ করেন মমতা।
এর পাশাপাশি এদিনের জনসভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “নিজের প্রচার করতে নমো টিভি খুলে দিয়েছে। নিজের নামে সিনেমাও হচ্ছে। আসলে চোরের মায়ের বড়ো গলা।” এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান।
বুধবার দিনহাটা সংহতি ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী নুসরাত জাহান,তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশ অধিকারী, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ, সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া, কোচবিহার দক্ষিন বিধায়ক মহির গোস্বামী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়, দিনহাটা ১ নং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুর আলম হোসেন, দিনহাটা ২ নং ব্লক সভাপতি মীর হুমায়ুন কবির সহ আরও অনেকে নেতা নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584