স্ত্রী-ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর, পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

0
42

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

জনতা কার্ফুর জেরে সবাই যখন ঘর বন্দি। ঠিক সেই সুযোগেই স্ত্রী ও পুত্রকে জোর করে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করল স্বামী। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাজিরহাট গ্রামে।

fire | newsfront.co
পুড়ে ছাই বাড়িটি। নিজস্ব চিত্র

জানা যায়, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ অভিযুক্ত রণজিত নস্কর বাড়িতে এসে তার স্ত্রী আল্পনা নস্করকে ব্যাপক মারধর শুরু করে। সেই সময় তাদের ছেলে ঘরে ঘুমাচ্ছিল। ছেলে ঘুম থেকে কেন ওঠেনি, সেই কারন নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। তারপর ওই ব্যক্তি একটা নারকেল পাতা নিয়ে তার স্ত্রী আল্পনা দেবীকে জোর করে ঘরের মধ্যে ঠেলে ঢুকিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ বাসিন্দাদের।

Alpana Naskar | newsfront.co
আল্পনা নস্কর, স্ত্রী। নিজস্ব চিত্র

আগুন দেখে আল্পনা দেবী কোন মতে তার ছেলে দীপঙ্কর নস্করকে নিয়ে বেড়িয়ে আসতে সক্ষম হন। তারা বেড়িয়ে আসার পরই, ঘরে থাকা গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। তবে এ ঘটনায় মা ছেলে প্রাণে বাঁচলেও ক্ষনিকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি।

আরও পড়ুনঃ প্রয়াগ ফিল্ম সিটি চত্বরে আগুন

Dipankar Naskar | newsfront.co
দীপঙ্কর নস্কর, ছেলে। নিজস্ব চিত্র

ঘটনার খবর পেয়েও ঘটনাস্থলে দেখা মিলল না দমকলের। তবে খবর পেতেই ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত রণজিত নস্কর পলাতক। অভিযুক্তের খোঁজে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here