শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সামান্য সন্দেহ যে কত বড় মারাত্মক অপরাধের জন্ম দিতে পারে, তার প্রমাণ শনিবার সন্ধ্যায় পঞ্চসায়রের নেতাজি সুভাষচন্দ্র ক্যানসার হাসপাতালের ঘটনা। স্ত্রীর আচরণ বদলে যাওয়ায় তাঁরই এক সহকর্মীকে সন্দেহ করে এলোপাথাড়ি কুপিয়ে দিল এক মহিলার স্বামী।

যদিও স্ত্রী দাবি তার সঙ্গে হাসপাতালে ওই যুবকের সে রকম কোনো সম্পর্ক নেই এবং যা কথা হত তার পেশাগত কারণে হত। তবে এই ঘটনার পর লক্ষ্মণ মণ্ডল নামে ওই অভিযুক্ত যুবকের খুনের চেষ্টার অভিযোগ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, কলকাতার বেলেঘাটার বাসিন্দা অভিযুক্ত লক্ষ্মণ মণ্ডলের স্ত্রী পঞ্চসায়র ক্যান্সার হাসপাতালের কর্মী হিসেবে কাজ করেন। স্ত্রীর পেশা নিয়ে কোনো সমস্যা না থাকলেও তার সঙ্গে অন্যান্য যুবকদের মেলামেশা পছন্দ করতেন না ওই অভিযুক্ত যুবক।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত রাজ্যের আরও এক মন্ত্রী
তার অভিযোগ, হাসপাতালেই ৪৫ বছর বয়সী রঞ্জিত কোঙার নামে এক যুবক তার স্ত্রীকে অত্যাধিক মাত্রা ধারণ করতেন এবং তার ফোন এলে তার স্ত্রী সমস্ত কিছু ভুলে ওই যুবকের সঙ্গে গল্পে মত্ত হয়ে যেতেন। রঞ্জিত কে নিয়ে বারবার প্রশ্ন করলে উত্তর দিতেন না স্ত্রী। এমনকি হাসপাতালে গিয়ে রঞ্জিতের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও ওই যুবক তাঁকে বারবার এড়িয়ে যেতেন।
এই সমস্ত ঘটনাতেই লক্ষণের সন্দেহ আরো দৃঢ় হয়।তার মনে হয়, সহকর্মী রঞ্জিত কোনারের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছে তার স্ত্রী। অথবা রঞ্জিত তার স্ত্রীকে প্রেমের জালে ফাঁসিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই এই নিয়ে একটা চূড়ান্ত ফয়সালা করতে শনিবার সন্ধ্যায় সে সটান ওই হাসপাতালে হাজির হয়।
আরও পড়ুনঃ সাধারণ ওয়ার্ডে করোনা রোগী! চাঞ্চল্য মেদিনীপুর মেডিকেলে
কিন্তু এবারও ফের কথা বলার চেষ্টা করলে কোন পাত্তা না দিয়ে হাসপাতালে সুপারের ঘরে ঢুকে যায় রঞ্জিত। তার পরেই সোজা পেছনে গিয়ে রঞ্জিত কে এলোপাথাড়ি কোপাতে শুরু করে লক্ষণ। আর্তনাদ শুনে হাসপাতালের কর্মীরা ছুটে গিয়ে দেখেন, রক্তমাখা খুর হাতে সুপারের ঘর থেকে বেরিয়ে লক্ষণ পালানোর চেষ্টা করছে। আর সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রঞ্জিত।
সঙ্গে সঙ্গে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় আর আহত রঞ্জিতকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই অভিযুক্ত লক্ষণকে গ্রেফতার করে পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন লক্ষণের স্ত্রীও। স্বামীর এই কীর্তিতে রীতিমতো হতচকিত হয়ে যান তিনিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584