নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ার অভিযোগে গৃহবধুকে মারধরের অভিযোগ উঠল দাসপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে শাশুড়ি আর বৌমা। পাড়ার মাটির বাড়ি থেকে কিছুটা দূরে তৈরি হয়েছে নতুন পাকাবাড়ি। সেই বাড়িতেই থাকত বৌমা। রান্না খাওয়া ওই বাড়িতেই হয়। তবে, শাশুড়ি শুধুমাত্র খাওয়ার সময়ই নতুন বাড়িতে যেতেন।
পাড়া প্রতিবেশীদের অভিযোগ, এই সুযোগেই কয়েক দিন আগে পূর্ব মেদিনীপুর এলাকার এক যুবকের সাথে সম্পর্কে লিপ্ত হন ওই গৃহবধূ। গতকাল (মঙ্গলবার) তাদের হাতেনাতে ধরে ফেলে পাড়া প্রতিবেশীরা! কোমরে দড়ি বেঁধে গণধোলাই দেওয়া হয় যুবককে।
আরও পড়ুনঃ গড়িয়াহাটে স্কুল ছাত্রীকে মারধর করে ব্যাগ ছিনতাই, গ্রেফতার ২
পরে দাসপুর পুলিশ এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে গৃহবধূর পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায়। পাড়া প্রতিবেশীরা যেভাবে আইন হাতে তুলে নিয়ে, ওই যুগলের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছেন, তা নিয়ে নিন্দায় সরব বিভিন্ন মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584