নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কোভিড টিকা নেওয়ার ফলে অন্ধ হয়ে গিয়েছেন তাঁর স্বামী, এমনই অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের বদায়ূন জেলার এক বাসিন্দা। ক্ষতিপূরণের দাবিতে আদালতের দ্বারস্থ হন তিনি। রিট পিটিশন দায়ের করেন এলাহাবাদ হাইকোর্টে।
বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠির বেঞ্চে শুনানি হয় এই রিট পিটিশনের। বদায়ূনের জেলা শাসককে আদালত নির্দেশ দেয় এই অন্ধত্বের ঘটনায় আর্থিক সাহায্য করা যায় কিনা তা খতিয়ে দেখার।
মামলার যাবতীয় নথিপত্র থেকে আদালত নিজস্ব কোন অভিমত এদিন জানায়নি। পরিবর্তে নির্দেশ দিয়েছে অভিযোগকারিণীকে চিকিৎসার যাবতীয় প্রমাণপত্র সহ বদায়ুনের জেলা শাসকের কাছে ক্ষতিপূরণের আবেদন জানানোর।
আরও পড়ুনঃ করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে কেন্দ্রকে, নির্দেশ সুপ্রিম কোর্টের
মহিলার অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবেন এই বিষয়ে অভিযোগকারিণীর দাবি অনুযায়ী আর্থিক সাহায্য করা সম্ভব কিনা বা এই বিষয়ে আইনে কি প্রতিবিধান রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584