সাগরপাড়ায় জামাইকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

0
89

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

জামাইকে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজন ও তার স্ত্রীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডোমকল মহকুমার সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়া গার্লস স্কুলের পিছনে। মৃতের নাম অনিল হালদার।

Anil Haldar
অনিল হালদার। নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা যায় যে, মৃত ব্যক্তির স্ত্রীর অন্য এক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আর সেই খবর জানতে পারার পর থেকে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়। এরপর তার স্ত্রী তার কাছে ডিভোর্স চায়, সে ডিভোর্স দিতে রাজি হলেও তার ছোট্ট এক ছেলের জন্য সে সম্পর্কটা রাখার চেষ্টা করে। গত ৭ জুলাই রাত্রে তাকে তার শ্বশুরবাড়ি ডেকে পাঠায়। সেখানে গেলে তাকে মারধর করে ও গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করে।

Identity
নিজস্ব চিত্র

শ্বশুরবাড়ির এলাকার লোকজন মৃত ব্যক্তির বাড়িতে খবর পাঠায় যে, তাদের ছেলেকে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারপর তার পরিবারের লোকজন সাগরপাড়া থানার সহযোগিতায় সেখানে পৌঁছায় ও সেখান থেকে তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।তারপর ওই ব্যক্তিকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। গতকাল ওই ব্যক্তি মারা যায়।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, বাড়ি চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮,শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Family
শোকগ্রস্ত পরিজন। নিজস্ব চিত্র

পরিবারের একমাত্র সন্তান ছিলেন মৃত অনিল হালদার। পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন টোটোও চালাতেন। এছাড়া জানা যায় যে, তাদের তিন বছর বয়সী এক সন্তানও রয়েছে। ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তাদের দাবি, তাদের ছেলেকে মারার পেছনে যাদের হাত আছে তাদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here