কবীর হোসেন, স্পোর্টস ডেস্কঃ
ম্যানচেস্টারে প্রথম ডার্বি ম্যাচের আই লাভ করল পেপ গুয়াদেয়লার ম্যানচেস্টার সিটির। শনিবার ওল্ড ট্রাফোর্ডে স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টারে প্রথম ডার্বিতে ম্যানচেস্টার সিটি ২-০ হারিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।
এদিন প্রথম থেকেই গুয়াদেয়ালার ছেলেরা আক্রমনাত্মক ফুটবল খেলে ম্যাচ শুরুর সাত মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের এরিক বেইলির আত্মঘাতী এক গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোল খাওয়ার পর অনেকেই ধারণা ছিল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চূড়ান্ত ভাবে কামব্যাক করবে ম্যান ইউয়ের ছেলেরা। কিন্তু বিরতির কয়েক মুহূর্তে আগে আবার পিছিয়ে যায়। এবারের গোলদাতা সিটির বার্নার্ড সিলভা। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে যায় সোলসায়রের রেড ডেভিলরা।
Roy Keane speaking at half-time of the Manchester derby: “You’re like a boxer, stay in the game. Look at Shaw and De Gea, what chance have you got in this game?" pic.twitter.com/7SfXpBm4Hc
— Squawka News (@SquawkaNews) November 6, 2021
লিভারপুলের কাছে হারার পর টটেনহাম ও আটলান্টার বিরুদ্ধে রোনাল্ডো নেতৃত্বে দুরন্ত ভাবে কামব্যাক করে ম্যান ইউয়ের ছেলেরা। এই দিন ম্যাচের দলে কোচ সোলসায়ের দলের ফর্মেশন পরিবর্তন করে এবং স্যাঞ্চ, রাশফোর্ড ও বিকে কে তিনজন আক্রমন ভাগের ফুটবলার নামিয়ে কাজের কাজ কিছু হয়নি। এই দিন ম্যাচে রোনাল্ডো ছিল অনেকটা নিষ্প্রভ। শনিবারের ডার্বিতে ম্যানইউর গোল লক্ষ্য করে মাত্র পাঁচটি শট নেন এবং বল পজিশনে ম্যানসিটির চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল রেড ডেভিলসরা। তবে ডেভিড গিয়া দুরন্ত কয়েকটি সেভ না করলে আরো লজ্জায় পড়তে হতো রেড ডেভিলসদের।
আরও পড়ুনঃ বার্সার নতুন বসের দায়িত্ব নিলেন জাভি
Man United's drift will continue as long as Solskjaer's in charge https://t.co/pHgOHQuADJ
— Mark Ogden (@MarkOgden_) November 6, 2021
ম্যান ইউ কোচ সোলসায়ের সাংবাদিকদের বলেন যে, ম্যাচের শুরুতেই রক্ষণের ভুলে আমরা ম্যাচে পিছিয়ে যায় এরপর আর ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে যায়। এদিন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যান সিটি এগারো ম্যাচে ২৩ পয়েন্টস পেয়ে লীগ তালিকা দ্বিতীয় স্থানে উঠে গেল ম্যানচেস্টার সিটি এবং সমসংখ্যক ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে অনেকটাই পিছিয়ে রেড ডেভিলরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584