নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। জানা গেছে, মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম থানার এড়োয়ালী গ্রামের বাসিন্দা নিতাই বাগদি, বয়স আনুমানিক ৪০ বছর। তিনি বিগত কয়েক দিন ধরে পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যার ফলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে খবর।

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, বিগত কিছুদিন পূর্বে পারিবারিক অশান্তির জেরে তার স্ত্রী শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়। স্বাভাবিক ভাবেই স্ত্রীর বাপের বাড়ি চলে যাওয়াটা মেনে নিতে পারেননি নিতাই বাগদি। যার ফলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুনঃ বন্ধ নৌকা চলাচল, নানা সমস্যায় জর্জরিত সালারের চাষীরা

খবর পেয়ে ছুটে আসেন খড়গ্রাম থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584