নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা সংলগ্ন এলাকায়।
জানা গেছে বেশ কয়েকদিন আগে সুপার সাইক্লোন আমপানের তাণ্ডবে বাড়ির উপর দিয়ে যাওয়া ১১০০০ ভোল্টেজের ইলেকট্রিকের তার ঝুলে যায়। মঙ্গলবার সকাল নাগাদ ওই বাড়ির ছাদে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত ঝুলে থাকা ইলেকট্রিকের তার গায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের।
আরও পড়ুনঃ ফের কোচবিহারে নতুন করে আক্রান্ত ২৯, জেলায় সংখ্যা ১১৬
মৃত ব্যক্তির নাম নূর মহম্মদ, বয়স আনুমানিক ৩৬ বছর। মৃত শ্রমিকের বাড়ি তমলুক থানার ধলহরা গ্রামে বলে জানাযায়। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় কোলাঘাট থানার পুলিশকে, এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ নিয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584