নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা অঞ্চলের হাটপাড়া গ্রামে খুন হলেন এক ব্যক্তি। এর ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে আজ দুপুর নাগাদ গ্রামের কিছু বাচ্চা খেলা করছিল গ্রামেরই এক মাঠে।
কিন্তু সেই খেলাকে কেন্দ্র করে দুই বাচ্চার মধ্যে বচসা হয়, সেই পরিপ্রেক্ষিতে এক বাচ্চার বাবা অপর বাচ্চার বাবার কাছে নালিশ জানাতে গেলে হাঁসুয়ার কোপ বসানো হয় ওই ব্যক্তির পেটে। তারপর সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের নাম তৈরাব শেখ বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ ৪ ডাকাত গ্রেফতার
খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে, মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত পলাতক।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584