ওয়েব ডেস্ক, দিল্লিঃ
মাত্র ২০ টাকার জন্য ছেলের সামনেই বাবাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হল। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। বাবাকে বাঁচাতে ১৩ বছরের কিশোর হাতজোড় করে কাতর আর্তি জানায়।
কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ছেলের সামনেই মার খেতে খেতে একসময় নিস্তেজ হয়ে পড়েন বছর ৩৮-এর রূপেশ। মৃত ওই যুবকের বাড়ি উত্তর দিল্লির বুরারি এলাকায়। জানা গিয়েছে, স্ত্রী ও সন্তানকে নিয়ে সেখানেই থাকতেন তিনি।
আরও পড়ুনঃ রাজনৈতিক নেতাকে খুনের ছক,সশস্ত্র বাংলাদেশি দুষ্কৃতী গ্রেফতার শান্তিনিকেতনে
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার বাড়ির কাছেই একটি সেলুনে দাড়ি কামাতে যান রূপেশ। দাড়ি কামানোর জন্য তাঁর কাছে ৫০ টাকা চায় সেলুনের মালিক সন্তোষ। ৫০ টাকার বদলে রূপেশ সেলুনের মালিককে ৩০ টাকা দেন এবং বাকি ২০ টাকা পরে দিয়ে দেবেন বলে জানান।
আরও পড়ুনঃ ট্র্যাক্টরে আগুন জ্বালিয়ে কৃষি বিলের প্রতিবাদ ইন্ডিয়া গেটের সামনে
এ নিয়েই রূপেশের সঙ্গে সন্তোষের বচসা বাঁধে। তার পরই শুরু হয় মারধর। রূপেশকে রাস্তায় ফেলে পিটিয়ে খুন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই নৃশংস ঘটনায় অভিযুক্ত সন্তোষ ও সরোজ নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584