জরিমানার বহর দেখে স্কুটার রেখে হাঁটা ধরলেন মালিক

0
136

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জরিমানার অঙ্ক বেশি, তাই দেখে রাস্তার মাঝেই স্কুটার ফেলে রেখে চলে গেলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ট্রাফিক আইনভঙ্গ করায় জরিমানা হয়েছিল ৪২ হাজার ৫০০ টাকা। কিন্তু সেই টাকা না দিয়ে স্কুটার রাস্তায় ফেলে রেখেই চলে গেলেন এক ব্যক্তি।

Traffic rules | newsfront.co
প্রতীকী চিত্র

এই ঘটনা ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। স্কুটারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই ব্যক্তি যদি জরিমানার অর্থ জমা না দেন, তাহলে স্কুটারটি নিলামে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশকর্মীরা।

আরও পড়ুনঃ বিনা লাইসেন্সে খাবার বিক্রি করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা, অনাদায়ে জেল

সাব-ইন্সপেক্টর শিবরাজকুমার অঙ্গদি জানিয়েছেন, আজ রবিবার রুটিন তল্লাশির সময় দেখা যায়, অরুণ কুমার নামে ওই ব্যক্তি ৭৭ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। যার জেরে ২ মিটার লম্বা চালান বের করে তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ফের ঘোষিত লকডাউন এড়াতে প্যারিসের রাস্তায় ৭০০কিমি ট্র্যাফিক জ্যাম

তখন চালানে টাকার অঙ্ক দেখে অরুণবাবু বলেন, ‘আমার সেকেন্ড-হ্যান্ড স্কুটারের দাম ৩০ হাজার টাকাও নয়। তাই জরিমানা দেওয়ার চেয়ে স্কুটার ফেলে রেখে চলে যাওয়াই ভাল।‘ এরপর বাস্তবে তিনি তাই করলেন। ওই ব্যক্তি জরিমানার অঙ্ক দেখেই স্কুটারটি রাস্তায় ফেলে রেখে চলে যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here