মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনার জেরে যখন নাজেহাল গোটা বিশ্ব তখনই এক অদ্ভূত ঘটনার সম্মুখীন হলেন এক মা। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। রাস্তাঘাট, অফিস-কাছারি সবই বন্ধ। প্রায় স্তব্ধ জনজীবন। তবে খোলা থাকছে সবজি বাজার, মুদিখানার দোকান, ওষুধের দোকান। খাদ্যসামগ্রী কিনতে বাজার যাচ্ছেন অনেকেই।
কিন্তু একা বাজার করতে গিয়ে নতুন বউ নিয়ে ঘরে ফেরার মতো এমন বিস্ময়কর ঘটনা কি আগে শুনেছেন কখনো? হ্যাঁ, এমনটাই ঘটলো উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরে। বুধবার বাজার করতে বেরিয়েছিলেন শহরের সাহিবাবাদ এলাকার গুড্ডু। এরপর বাড়ি ফিরলেন নতুন বউ সঙ্গে নিয়ে। ছেলের এই কীর্তি দেখে চক্ষু চড়কগাছ গুড্ডুর মায়ের। ছেলে ও ছেলের বউকে মেনে নেননি তিনি। ছেলেকে সস্ত্রীক ঘরে ঢুকতেও দেননি। উপরন্তু থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ জানান ওই বৃদ্ধা।
Ghaziabad: Mother denied entry to son who had gone out to purchase groceries&returned after marrying a woman in Sahibabad area. The man says, "We performed our marriage in a temple today & priest said that he would help us get marriage certificate once #lockdown is lifted." pic.twitter.com/9YqyKcoEaR
— ANI UP (@ANINewsUP) April 29, 2020
সূত্রের খবরানুযায়ী, গাজিয়াবাদের সাহিবাবাদে মায়ের সঙ্গে বাস করতেন গুড্ডু। বয়স ২৬। দু’মাস আগে হরিদ্বারে আর্য সমাজ মন্দিরে তাঁর বিয়ে হয়। স্ত্রীর নাম সবিতা। কিন্তু তারপরেই শুরু হয়ে যায় সংক্রমণ পর্ব। লকডাউন চলায় ম্যারেজ সার্টিফিকেট পাননি তাঁরা। তাই আপাতত দিল্লিতে ভাড়া বাড়িতে থাকতেন সবিতা। স্ত্রী সবিতা দিল্লির যে ভাড়া বাড়িতে থাকতেন, সেই বাড়ির মালিক তাঁকে ঘর ছেড়ে দিতে বলেন। তারপর থেকে আশ্রয়হীন হয়ে পড়েন সবিতা। তখনই বাজার করতে যাওয়ার অছিলায় বেরিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন গুড্ডু। সব কথা শোনার পর সাহিবাবাদ পুলিশ সবিতার বাড়িওয়ালাকে অনুরোধ করে যে, যতদিন লকডাউন চলবে ততদিন যেন তাঁকে ওই বাড়িতে থাকতে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584