নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
একটা ছেলের দুটো বিয়ে। অর্থাৎ, প্রেমিকাকে বিয়ে করে বাড়ি ফেরার পর পরিবার সেই বিয়ে মেনে নেয় না। এরপর বর্তমানে স্ত্রী থাকা স্বত্ত্বেও পরিবারের লোক তাঁদের পছন্দ করা পাত্রীর সঙ্গে ছেলের আবার বিয়ে দেয়। ভাবছেন কোনো সিরিয়ালের কথা বলছি? না না। সিরিয়াল নয় এবার রিয়েল লাইফেও ঘটল এমনই ঘটনা।
গত জুনে মধ্যপ্রদেশের বেতুল গ্রামের এই বিয়ে পতি, পত্নী অউর ও-এর চিত্রনাট্যকে উসকে দিয়েছে। জানা গিয়েছে, গত ২৯ জুন রীতিমতো মণ্ডপ বানিয়ে ছাদনাতলায় দুই কনের গলায় বরমাল্য পরান সাদিয়া গ্রামের যুবক সন্দীপ। তবে, লুকিয়ে নয়, বরং শতাধিক আমন্ত্রিতের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে এই বিয়ে।
Sandeep Uike, a resident Betul, solemnised the marriage with two women, girl friend and bride chosen by parents in same mandap at a ceremony in Keria village @ndtvindia @ndtv #WorldPopulationDay2020 #StudentBan pic.twitter.com/QH7HgDJCsI
— Anurag Dwary (@Anurag_Dwary) July 11, 2020
স্থানীয় পঞ্চায়েত সূত্রে খবর, বাল্যকালের প্রেমিক সুনন্দা আর বাবা-মায়ের পছন্দ করা শশীকলা, এই দুজনের সঙ্গে একইমণ্ডপে সাত পাকে বাঁধা পড়েন সন্দীপ। এই যুবকের পরিবার সূত্রে খবর, সন্দীপ ভোপালে আইটিআই পড়ার সময় তাঁর সঙ্গে সুনন্দার সম্পর্ক তৈরি হয়।
এদিকে, পরিবারের লোকজন কয়লারি গ্রামের শশীকলার সঙ্গে বিয়ে ঠিক করেন সন্দীপের। স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাথমিক ভাবে এই ত্রিকোণ সম্পর্ক ঘিরে তিন পরিবারের মধ্যে বিবাদ তৈরি হয়।
আরও পড়ুনঃ করোনা রোধে ধারাভির মডেলকে দৃষ্টান্ত হিসাবে উল্লেখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
কিন্তু তিন গ্রামের পঞ্চায়েত ও প্রবীণদের উপস্থিতিতে দু’জনকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সন্দীপ। তাহলে এতক্ষণে নিশ্চয়ই আপনাদের কাছে সবটা স্পষ্ট হয়ে গিয়েছে। তাই আপনিও থাকুন সাবধানে। এক ছেলের তিনটে স্ত্রী। এ কিন্তু শুধু রিল লাইফে নয় রিয়েল লাইফেও হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584