ওয়েব ডেস্ক, পানিপথঃ
দেশে পরিবারের মধ্যে নারীর লাঞ্ছনার এক পাশবিক ঘটনার দিক প্রকাশ্যে এলো হরিয়ানায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, পানিপথের রিশপুর জেলায় স্বামীর অত্যাচারের শিকার এক মহিলা, এক দুদিন নয়, প্রায় এক বছর ধরে স্বামী ওই মহিলাকে আটকে রেখেছিল শৌচাগারে। নারী সুরক্ষা অফিসার ও তাঁর দল হানা দিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন।
মহিলার স্বামীর দাবি, স্ত্রী মানসিক রোগী হওয়ায় নাকি তাঁকে শৌচাগারে বন্ধ করে রাখতেন তিনি। যদিও নারী সুরক্ষা অফিসার রজনী গুপ্তা বলেন, মহিলাকে দেখে আদৌ মানসিক রোগী মনে হয়নি। বরং দীর্ঘদিন অভুক্ত অবস্থায় থাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই মহিলা।
নারী সুরক্ষা আধিকারিক রজনী গুপ্তা জানিয়েছেন যে, তিনি খবর পান, রিশপুর গ্রামে এক মহিলাকে তাঁর স্বামী এক বছর ধরে শৌচাগারে বন্দি করে রেখেছেন। তারপর নিজের টিম নিয়ে সেখানে উপস্থিত হন। ঘটনাস্থলে পৌঁছে, মহিলাকে উদ্ধার করেন তাঁরা।
আরও পড়ুনঃ সম্পর্কের বরফ গলাতে আগামী মাসে সেনা প্রধানের নেপাল সফর
তিনি আরও জানিয়েছেন, মহিলাকে দেখে আদৌ মানসিক রোগী মনে হয়নি তাঁদের,বরং অনেক দিন না খেয়ে ওই মহিলা দূর্বল হয়ে পড়েছেন। এদিন ঠিক করে দাঁড়াতেও পারছিলেন না ওই মহিলা। মহিলার স্বামীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।
আরও পড়ুনঃ বিজেপি শুধুই ভারত মাতার পুজো করে! দিলীপ মন্তব্যে দ্বন্দ্বের জল্পনা
রজনী গুপ্তা জানিয়েছেন, মহিলার স্বামী নির্যাতন করার জন্যই তাঁকে টয়লেটে বন্দি করে রেখেছিলেন, খেতেও দিতেন না। মহিলাকে উদ্ধার করার পর তাঁকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই মহিলার স্বামীকে আটক করা হয়েছে। মহিলাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। যদি ওই মহিলা মানসিক রোগী হন তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে। আর তাঁর স্বামীকে গ্রেফতার করে আদালতে পেশ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584