উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বড় ছেলেকে খুন করে গুম করে দেওয়ার অভিযোগ করলেন বাবা। এই ঘটনায় বাবার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মা ও ছোট ছেলেকে। ঘটনাটি ঘটেছে বিধাননগর পূর্ব থানার সল্টলেকের এ জে ব্লকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মা গীতা মহেন্সারিয়া ও ছোট ছেলে বিদুর মহেন্সারিয়াকে।
এ জে ব্লকের বাসিন্দা অনিল মহেন্সারিয়া বিধাননগর পূর্ব থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, গন্ডগোলের জেরে দুই ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান তাঁর স্ত্রী। কিন্তু কিছুতেই তিনি বড় ছেলের খোঁজ পাচ্ছিলেন না। গোটা ঘটনা পুলিশকে জানান তিনি।
আরও পড়ুনঃ অভিষেক জায়ার বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
এরপরই তদন্তে নেমে সল্টলেকের ওই বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয় একটি কঙ্কাল। উদ্ধার হওয়া কঙ্কালটি ওই বাড়িরই মৃত বড় ছেলে অর্জুন মহেন্সারিয়ার বলে অনুমান। পরিবার সূত্রে খবর, অনিল মহেন্সারিয়া রাজারহাটে থাকতেন। এ জে ব্লকের বাড়িটি তালা বন্ধই ছিল।
আরও পড়ুনঃ পিনকন মামলায় মৌসুমি রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সহ আর্থিক জরিমানার নির্দেশ তমলুক আদালতের
কঙ্কাল উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে সল্টলেকের এজে ব্লকের ২২৬ নম্বর বাড়ি থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।তাঁরা জানান, এই বাড়ির লোকজন কারোর সঙ্গেই মেলামেশা করতেন না। বাইরেও খুব একটা দেখা যেত না তাঁদের।
কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। কী কারণে খুন তাও এখনও জানা যায়নি। কঙ্কালটি কার, তা নিয়েও সন্দেহ রয়েছে। গোটা বিষয় খতিয়ে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584