কান্দিতে স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে খুন হতে হল স্বামীকে

0
88

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রামের ইন্তাজুল সেখের স্ত্রী তনুজা বিবি তার দেওর নারাজুল সেখের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, এমনটাই অভিযোগ উঠেছে। স্ত্রীর এই প্ররোচনার কথা জানতে পেরে প্রতিবাদ করায় গতকাল রাতে ইন্তাজুল সেখকে খুন করে তার সৎভাই নারাজুল সেখ।

Intajul sekh
ইন্তাজুল সেখ। নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা গেছে, গত আট বছর আগে ইন্তাজুল সেখের সঙ্গে তনুজা বিবির বিয়ে হয়। দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বিদেশে থাকত নারাজুল সেখ। স্ত্রী তনুজার কাছে টাকা এবং সোনা দানা সব কিছুই রাখা থাকত। কিন্তু ইন্তাজুলের সৎভাই নারাজুলের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন তনুজা বিবি। পরিবারের তরফে নিষেধ করা হলে শ্বশুর শাশুড়িকে দোষারোপ করত তনুজা বিবি।

Family member
মৃতের মা। নিজস্ব চিত্র

গত পনেরো দিন আগে তনুজার স্বামী ইন্তাজুল সেখ বিদেশ থেকে বাড়ি ফিরে এবং স্ত্রীর অবৈধ সম্পর্কের ব্যাপারে হুশিয়ারি দেয় তনুজা বিবি এবং সৎভাই নারাজুলকে। এই নিয়ে অশান্তির জেরে রাত ৯ টার সময় বাড়ির আঙিনাতেই খুন করে নারাজুল।

আরও পড়ুনঃ ৪৫ দিনের শিশুর মৃত্যুতে চাঞ্চল্য জলঙ্গীতে, আটক বাবা-মা

Family member
পরিবারের সদস্য। নিজস্ব চিত্র

গতকাল রাতেই কান্দি থানার পুলিশ মৃত ইন্তাজুল সেখের লাশ কান্দি মহকুমা হসপিটালে পাঠায় ময়না তদন্তের জন্য। জানা গেছে, পরিবারের পক্ষ থেকে দুজনেরই ফাঁসির দাবি করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here