নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছেলে ও বৌমার হাতে খুন হলেন মা, জখম হলেন বাবা। টাকা চুরিকে কেন্দ্র করে পরিবারের মধ্যে অশান্তি আর সেই অশান্তির জেরে প্রাণ হারালেন পাতানি বিবি (৭০) নামে এক বৃদ্ধা। জখম হয়েছেন তার স্বামী নুরুল সেখ।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পশ্চিম চর এলাকায়। অভিযোগ ছেলে সুরজ সেখ ও তার স্ত্রী শুকতারা বিবি ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে মাকে ৷ গুরুতর জখম বাবা।
পরিবারের সূত্রের খবর, পাতানি বিবি ও নুরুল সেখের তিন পুত্র, গত দুদিন আগে শুকতারা বিবি অভিযোগ করে, তার শ্বশুর শাশুড়ি ও তার দুই দেওর মিলে তাদের পরিবার থেকে টাকা লুট করে ৷ কিন্তু পরবর্তীকালে পুলিশ এসে তদন্ত করে চলে যায় ৷ কিন্তু বুধবার দুপুর নাগাদ শুকতারা বিবি তার শ্বশুর নুরুল শেখ এর উপর আক্রমণ করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ নিউটাউনের হোটেলে গৃহবধূ খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত অমিত ঘোষ
ঘটনার জেরে দুই ছেলে রাতের বেলায় বাড়ি এলে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে তারাও আক্রান্ত হয়। অভিযোগ নুরুল সেখের বরপুত্র সুরজ শেখ ও তার স্ত্রী শুকতারা বিবি নুরুল সেখ ( শ্বশুর), পাতানি বিবি (শাশুড়ি), নবাব সেখ (দেওর) ও তার স্ত্রী বেলি বিবি ও রুহুল সেখ (দেওর) কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে যার ফলে পাতানি বিবি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৷
আরও পড়ুনঃ আমবাড়িতে ট্রেনের ধাক্কায় চিত্র-সাংবাদিকের মৃত্যু
পরবর্তীকালে পরিবারের লোকজন তাদেরকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে জঙ্গিপুর হাসপাতালের চিকিৎসকেরা পাতানি বিবিকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584