ট্যাংরায় ভাড়াটেকে কাঁচি দিয়ে কুপিয়ে খুন, অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে

0
89

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রোমোটিংয়ের জেরে বিবাদ বা ভাড়াটের বাড়ি দখলের চেষ্টাকে ঘিরে বাড়িওয়ালার সঙ্গে বিবাদের ঘটনা হামেশাই ঘটে থাকে। কিন্তু ভাড়াটে বাড়ি ছাড়তে না চাওয়ায় শনিবার রাতে মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেললেন ট্যাংরার ডি সি দে রোডের বাসিন্দা বাড়িওয়ালা অনিল দাস।

Family chaos | newsfront.co
চাঞ্চল্য। নিজস্ব চিত্র

অভিযোগ, ভাড়াটে মনোজ রামকে কাঁচি দিয়ে কুপিয়ে খুন করেন তিনি। আহত হয়েছেন সুনীল দাস নামে আরও একজন। এই ঘটনায় অনিল দাস, রবি দাস, বাদামিয়া দাস, সঞ্জয় দাস, অশোক দাস এবং বেবি দাস নামে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manoj Ram | newsfront.co
মনোজ রাম

স্থানীয়দের অভিযোগ ভাড়াটে সুনীল দাসের সঙ্গে বাড়ির মালিক অনিল দাসের শনিবার রাত ১০টা নাগাদ ঘর ভাড়াকে কেন্দ্র করে বচসা বাঁধে এরপরই ঘটনা গুরুতর হতে থাকে। জানা গিয়েছে, বাড়ি প্রোমোটিংয়ের জন্য ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল বাড়ির মালিক। কিন্তু ভাড়াটে উঠতে না চাওয়ায় শনিবার রাতে ঝামেলা শুরু হয়।

Locality | newsfront.co
ঘটনাস্থল। নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাড়ির মালিক অনিল, ভাড়াটে সুনীলকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এই ঘটনার পর তার কাকার ছেলে মনোজ রাম প্রতিবাদ করলে অনিল তাকে কাঁচি দিয়ে পেটে আঘাত করে। তখন বাড়িওয়ালার সঙ্গে বাকি ৬ জনও মনোজ ও সুনীলকে আক্রমণ করে। মনোজের মাথায় কাঠের বাটাম দিয়েও মারা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুনঃ সিটি স্ক্যানের রিপোর্টে দেরি হওয়ায় এনআরএসে বিনা চিকিৎসায় মৃত্যু বৃদ্ধের!

মনোজকে এনআরএস হাসপাতাল এ নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার পর পরিবারের ৭ জন কে আটক করেছে ট্যাংরা থানার পুলিশ। মনোজের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনে ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকেও নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here