বুলেট গাড়িতে স্যান্ডউইচ!

0
213

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বেশ কয়েকমাস ধরেই সুরাটের রাস্তায় ঘুরছে রয়্যাল এনফিল্ডের একটি বুলেট। গাড়িটির সঙ্গে আবার রয়েছে একটি বড়ো বাক্স। যার মধ্যে থাকে স্যান্ডউইচ তৈরির সরঞ্জাম। গাড়ির মালিকের নাম হ্যাপি। সুরাটের ভিআইপি রোডে স্যান্ডউইচ বিক্রি করেন তিনি।

Sandwich wale Bullet Raja
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে হ্যাপির স্যান্ডউইচ গাড়ির ভিডিও। আর পাঁচটা স্যান্ডউইচ বিক্রেতার থেকে তাঁর এই স্টল একেবারে আলাদা। কারণ নিজের রয়্যাল এনফিল্ডকেই স্যান্ডউইচ স্টল বানিয়েছেন এই যুবক। স্টলের নাম হ্যাপিস্ চারকোল টোস্ট স্যান্ডউইচ।

Sandwich wale Bullet Raja
সৌজন্যে ইউটিউব

প্রতিদিন বিকেলে সুরাটের ভিআইপি রোডে বুলেট স্যান্ডউইচ স্টল নিয়ে চলে আসেন তিনি। এখানে চারকোলের উপর স্যান্ডউইচ বেকড্ করে তাতে চিজ দিয়ে ওপেন ফায়ার পদ্ধতিতে স্যান্ডউইচ তৈরি করেন হ্যাপি। চিজ স্যান্ডউইচ থেকে শুরু করে পনির স্যান্ডউইচ, গার্লিক চিজ স্যান্ডউইচ-সহ আরও নানান স্বাদের স্যান্ডউইচ পাওয়া যায় এই স্টলে।

এই স্টলের স্যান্ডউইচের দাম শুরু হয় ২০ টাকা থেকে। শুধু তাই নয়, ১২০ টাকারও স্যান্ডউইচ পাওয়া যায় এই স্টলে। বিকেলে হ্যাপির এই বুলেট গাড়ির সামনে থাকে লম্বা লাইন। অতুলনীয় স্বাদের কারণেই খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এই স্যান্ডউইচ স্টল।

আরও পড়ুনঃ হ্যারি কেনের গোলে ফাইনালে ইংল্যান্ড, সামনে ইতালি

অর্ডার নেওয়া থেকে ক্রেতাদের হাতে স্যান্ডউইচ তুলে দেওয়া, সবটাই একা হাতে সামলান বুলেট রাজা হ্যাপি। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ক্রেতার সংখ্যা আরও বেড়েছে। যার কারণে একা হাতে এত কাজ সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই যুবককে। বর্তমানে এই ভাইরাল বুলেট স্টলের স্যান্ডউইচের স্বাদ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন খাদ্যপ্রেমী নেটাগরিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here