জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
দোকান ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত লাহিড়ীপাড়া এলাকায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম প্রসেনজিৎ মন্ডল।
জানা গিয়েছে, কান্দি বাসস্ট্যান্ডে একটি মুদিখানা রয়েছে ওই ব্যবসায়ীর। আর ওই দোকানের মালিক সৌভিক দাস। দোকানটি ভাড়ায় নিয়েছিল প্রসেনজিৎ মণ্ডল। বেশ কিছু দিন ধরেই দোকান ভাড়া ছেড়ে দেওয়ার জন্য বলা হয় প্রসেনজিৎকে কিন্তু দোকান না ছাড়ার জন্য বচসা তৈরি হয় দোকান মালিক সৌভিক দাস ও তার বাবার সাথে। আর সেই বচসার কারনেই সৌভিক দাস ও তার অনুগামীরা প্রসেনজিৎ মন্ডলকে মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ কান্দি মহকুমায় নাকা চেকিংয়ের সময় আটক ১৮
এরপর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় ওই ব্যবসায়ী। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584