হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজীর গৃহশিক্ষকের

0
56

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

গতকাল সন্ধ্যা সাতটার সময় কান্দির থানার উদয়চাঁদপুরের বাসিন্দা সাজাহান সেখ জীবন্তি থেকে বাড়ি যাওয়ার পথে পকেট থেকে মানিব্যাগ হারিয়ে ফেলেন। সেই মানিব্যাগটি বুদ্ধদেব প্রামানিক নামে এক ব্যক্তি এক‌টি বাড়িতে গৃহশিক্ষকতা করে বাড়িতে ফেরার পথে রাস্তায় কুড়িয়ে পান এবং খুলে দেখেন তাতে পাঁচ হাজারের বেশি টাকা ও কিছু গুরুত্ব পূর্ণ নথি রয়েছে। তার মধ্যে কয়েকটি ফোন নম্বরও রয়েছে। সেই নম্বর ধরে যোগাযোগ করেন বুদ্ধদেব প্রামানিক।

man return stolen purse
নিজস্ব চিত্র

এরপর জানতে পারেন এই মানিব্যাগ টি জীবন্তির পাশের গ্রাম উদয়চাঁপুরের বাসিন্দা সাজাহান সেখের। তাকে ডেকে আজ সকালে সাজাহান সেখের হাতে তার মানিব্যাগটি তুলে দিয়ে সততার নজর গড়লেন গৃহশিক্ষক বুদ্ধদেব প্রামাণিক। এই কাজে অনেকেই সাধুবাদ জানিয়েছেন তাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here