ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কোভিডের প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়ে দ্বিতীয় ঢেউয়ে সুস্থ! হ্যাঁ টানা দশ মাস করোনার সাথে লড়াইয়ের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ব্রিটেনের এক বৃদ্ধ। সাধারণত ১৪ দিন কাটার পরই করোনার স্ট্রেন দুর্বল হয়ে পড়ে, সংক্রমনের ক্ষমতাও হ্রাস পায়। তবে এক্ষেত্রে তা ঘটেনি। ২৯০ দিন অর্থাৎ প্রায় দশ মাস ভাইরাসটি সক্রিয় ছিল ওই বৃদ্ধের দেহে।
বছর ৭২- এর ডেভ স্মিথ পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা। গত বছর মার্চ মাসে করোনা উপসর্গ দেখা দেয়। সম্পূর্নভাবে গন্ধ হারিয়ে ফেলেছিলেন তিনি এবং খুব দূর্বল হয়ে পড়েন। তবে তখনও টেস্ট করা হয়নি তার এরপর জুলাইয়ে টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তাকে মোট ৭ বার হাসপাতালে ভর্তি করা হয়। মজার ছলে ডেভ জানান, “একটা সময় মৃত্যু নিশ্চিত বুঝে পরিবারের সকলকে ডেকেও পাঠিয়েছিলাম বিদায় জানানোর জন্য।”
আরও পড়ুনঃ একজন পরীক্ষার্থীরও মৃত্যু হলে দিতে হবে ১ কোটি টাকার ক্ষতিপূরণ, হুঁশিয়ারি শীর্ষ আদালতের
হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে হাসপাতাল এভাবেই কেটেছে টানা দশ মাস। যতবার পরীক্ষা করা হয়েছে, ততবারই রিপোর্ট পজিটিভ এসেছে। একসময় চিকিৎসকদের একাংশই বিস্ময় প্রকাশ করেন এই বিষয়ে। কিভাবে কারো রিপোর্ট ৪২ বার পজিটিভ আসতে পারে!
আরও পড়ুনঃ যারা ভ্যাকসিন নিতে চান না তারা ভারতে যান অথবা আমেরিকাঃ ফিলিপাইন রাষ্ট্রপতি
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ডেভ স্মিথের শরীরে করোনাভাইরাসের স্ট্রেন অতি ‘সক্রিয়’ ছিল। তাই এত সময় স্থায়ী হয়েছিল। জানা গেছে, ককটেল অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছেন ডেভ। ইতিমধ্যেই এই নিয়ে গবেষণা শুরু করেছে ভাইরাস বিশেষজ্ঞরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584