প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে পায়ে হেঁটে শ্রীনগর থেকে দিল্লি যাত্রা কাশ্মীরি যুবকের

0
46

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে শ্রীনগর থেকে দিল্লি ৮১৫ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিচ্ছেন ২৮ বছরের কাশ্মীরী যুবক ফাহিম নাজির শাহ। ইতিমধ্যে ২০০ কিলোমিটার হেঁটে উধমপুর পৌঁছেছেন তিনি, সেখানে আপাতত দুদিন বিশ্রাম নিয়ে আবার শুরু হবে দিল্লির উদ্দেশ্যে হাঁটা। উল্লেখ্য, ফাহিমের দাবি তিনিই প্রধানমন্ত্রীর সবথেকে বড় ফ্যান।

PM Modi's fan
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে কাশ্মীরী যুবক ফাহিম নাজির শাহ

বিগত চার বছর ধরে নরেন্দ্র মোদীকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন ফাহিম। প্রধানমন্ত্রীর প্রতিটি ভাষণ শুনে তিনি মুগ্ধ। পেশা বলতে মাঝে মধ্যে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করেন এই কাশ্মীরি যুবক। এর আগেও বহুবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও সফল হননি কোনদিন। তবে এবার ফাহিম আশাবাদী যে এবারের এই অভিনব যাত্রার কথা শুনে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন তার সাথে।

আরও পড়ুনঃ প্রশাসনিক কাজে ইংরাজি ভাষা ব্যবহার করতেই হবে, কেন্দ্রকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

ফাহিমের মতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে প্রধানমন্ত্রী উপত্যকায় বিশেষ ভাবে নজর দিয়েছেন। ফলে ধীরে ধীরে উন্নয়নের পথে এগোচ্ছে উপত্যকা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে তিনি শিক্ষিত অথচ বেকার যুবকদের সমস্যা নিয়ে কথা বলবেন বলে জানান। পাশাপাশি, জম্মু-কাশ্মীরে আর কি কি উন্নয়নমূলক কাজ শুরু করা যায় সে বিষয়েও নিজের মতামত জানাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here