পিয়া গুপ্তা,ইসলামপুরঃ
ইসলামপুরের মেয়ে মানিনী দাস এবারে সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছে।
বাড়ি ইসলামপুরে হলেও মানিনী সে পড়াশুনা করতো শিলিগুড়ির শুকনা আর্মি পাবলিক স্কুলে।সম্প্রতি কলা বিভাগের ফলাফল প্রকাশিত হতেই মানিনীকে নিয়ে উৎসবের আমেজ ওর বাড়িতে।
মানিনী জানায়,তার ঘন্টার পর ঘন্টা পড়াশুনা করতে ভাল লাগত না।তবে যখন মনে হতো তখনই সে পড়তে বসতো।তবে রাজ্যে সেরা দশের মধ্যে ওর স্থান আসবে এমন ভাবনা বা প্রত্যাশা ওর আদৌ ছিলনা।
আরও পড়ুনঃ জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বাড়তি নিরাপত্তা
মানিনী প্রাপ্ত নম্বর ৪৮৭। ৯৭.৪ শতাংশ পেয়ে সে রাজ্যের দশের স্থানে নিজের জায়গা করে নিয়েছে।কলা বিভাগের ওই পড়ুয়া ইতিহাস এবং হোম সায়েন্সে একশোতে একশো পেয়েছে।
ওর সাফল্যের পশ্চাতে মা বাবার অবদান অস্বীকার করতে পারে না সে।বিশেষ করে ওর বিষয়গুলোতে মা যথেষ্ট সহযোগিতা করেছে। বাবা মোহিত দাস কেমিস্ট্রি বিষয়ে জগতগাঁও হাই স্কুলের শিক্ষক ও মা রত্না পাল দাস ননী ভাট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা।বাড়ি ইসলামপুরের থানা কলোনী এলাকায়।মেয়ের গর্বে গরবিনী মা রত্না পাল দাস।তিনি বলেন, এতটা ভালো ফলাফল করবে মেয়ে তা তারা ভাবতেও পারেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584