নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিজেপির হাতে মানুষ ,মানবতা কোনোটাই সুরক্ষিত নয় ।বিপন্ন গণতন্ত্র রাষ্ট্রবাদ, সংবিধান। বিজেপির হাতে দেশ,সেনাবাহিনী,মহাকাশ কোনোটাই সুরক্ষিত নয়।তাই এই বিজেপি আর নয়।এদিন এমনই আওয়াজ উঠল দাঁতনে তৃণমূলের সভা থেকে।আওয়াজ তুললেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী ডাঃ মানস ভুঁইয়া।

মোদী ও মমতার তুলনা টেনে তিনি বলেন,
‘মমতা দেশ রক্ষার কথা বলেন ,সকলকে নিয়ে চলার কথা বলেন।ধর্মনিরপেক্ষতার কথা বলেন। আর মোদী দেশ ভাঙার কথা বলেন রামের সঙ্গে রহিমের বিভেদের কথা বলেন নিজের মতের লোককে নিয়ে চলার কথা বলেন। ‘
বুধবার দাঁতন ও মোহনপুরের জনসভায় তাঁকে বলতে শোনা যায় , ‘ এটা পঞ্চায়েত বা পুরসভার ভোট নয়।এটা দেশ রক্ষার ভোট।নতুন ভারত গড়ার ভোট।’

আরও পড়ুনঃ দীপার সমর্থনে প্রচারে এসে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন রাহুল
দেশ চালানো আগ্রাসী বিজেপিকে পদ্ম ফুলের চাষি আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন , ‘যে দল কোনোদিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি,যে দল কোনো দিন রাম আর রহিমকে এক আসনে বসতে দেয়নি,যে দল দেশের অর্থনীতি,কৃষি ব্যবস্থা,সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়েছে সেই দল বাংলায় আসন বাড়ানোর স্বপ্ন দেখে কি করে ?’এমন ভাবেই প্রার্থী বিজেপিকে কটাক্ষ করেন।

দাঁতনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক বিক্রম প্রধান ,জেলা যুব তৃণমূল সভাপতি রমা প্রসাদ গিরি সহ অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584