দাঁতনে জনসভায় মোদী সরকারকে তীব্র কটাক্ষ মানসের

0
77

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Manas insinuation to the central govt
নিজস্ব চিত্র

বিজেপির হাতে মানুষ ,মানবতা কোনোটাই সুরক্ষিত নয় ।বিপন্ন গণতন্ত্র রাষ্ট্রবাদ, সংবিধান। বিজেপির হাতে দেশ,সেনাবাহিনী,মহাকাশ কোনোটাই সুরক্ষিত নয়।তাই এই বিজেপি আর নয়।এদিন এমনই আওয়াজ উঠল দাঁতনে তৃণমূলের সভা থেকে।আওয়াজ তুললেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী ডাঃ মানস ভুঁইয়া।

Manas insinuation to the central govt
নিজস্ব চিত্র

মোদী ও মমতার তুলনা টেনে তিনি বলেন,
‘মমতা দেশ রক্ষার কথা বলেন ,সকলকে নিয়ে চলার কথা বলেন।ধর্মনিরপেক্ষতার কথা বলেন। আর মোদী দেশ ভাঙার কথা বলেন রামের সঙ্গে রহিমের বিভেদের কথা বলেন নিজের মতের লোককে নিয়ে চলার কথা বলেন। ‘
বুধবার দাঁতন ও মোহনপুরের জনসভায় তাঁকে বলতে শোনা যায় , ‘ এটা পঞ্চায়েত বা পুরসভার ভোট নয়।এটা দেশ রক্ষার ভোট।নতুন ভারত গড়ার ভোট।’

Manas insinuation to the central govt
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দীপার সমর্থনে প্রচারে এসে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন রাহুল

দেশ চালানো আগ্রাসী বিজেপিকে পদ্ম ফুলের চাষি আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন , ‘যে দল কোনোদিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি,যে দল কোনো দিন রাম আর রহিমকে এক আসনে বসতে দেয়নি,যে দল দেশের অর্থনীতি,কৃষি ব্যবস্থা,সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়েছে সেই দল বাংলায় আসন বাড়ানোর স্বপ্ন দেখে কি করে ?’এমন ভাবেই প্রার্থী বিজেপিকে কটাক্ষ করেন।

Manas insinuation to the central govt
নিজস্ব চিত্র

দাঁতনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক বিক্রম প্রধান ,জেলা যুব তৃণমূল সভাপতি রমা প্রসাদ গিরি সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here