নিজস্ব সংবাদদাতা,সবংঃ
এবার সাংসদ মানস ভুঁইয়াকে তার মোবাইল ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে। ইতিমধ্যে ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে সবং থানার পুলিশ।
অভিযোগ রবিবার রাত ৮ টা নাগাদ সাংসদ মানস ভুঁইয়ার মোবাইল নাম্বারে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সাংসদকে খুনেরও হুমকি দেওয়া হয়। ঘটনার পরে সবং থানা ও জেলা পুলিশ সুপারকে ফোনে পুরো বিষয়টি জানান মানস বাবু। পাশাপাশি ঘটনা নিয়ে সবং থানায় রবিবার রাতেই অভিযোগ দায়ের করেন সবং তৃণমূল ব্লক যুব সভাপতি আবু কালাম বক্স। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। তিনি বলেন, “আমাদের সাংসদ সবং এর উন্নয়নের পাশাপাশি নানান অসামাজিক কাজকর্মের প্রতিবাদ বারবার করেছে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছে, চোলাই মদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তাই যাদের তাতে সমস্যা হয়েছে তারাই এই ঘটনা ঘটিয়েছে।”
আরও পড়ুন: ফিরে এলো অভিশপ্ত ২৯ শে জুলাই,হুঁশ ফিরেছে কি(?)
এর পিছনে বড় কোন মাথা আছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার ভোরে সবং থানার পুলিশ ভবেশ মাহাত নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃতের বাড়ি সবংয়ের বিডিও অফিসের পিছনে বলে স্থানীয় সুত্রে খবর। এ বিষয়ে মানস বাবু বলেন , “আমি রাজনীতিতে আজ নতুন আসিনি। আর ভয় দেখানো, ধমকানো, খুনের হুমকিও এই প্রথম পাচ্ছি, এমন না। আমি এগুলোকে আগেও ভয় পায় নি, ভবিষ্যতেও পাব না।”
এ বিষয়ে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অজিত মাইতি বলেন, “আইন আইনের পথেই চলবে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। পুলিশ তদন্ত করে দেখুক, আর কেউ জড়িত কিনা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584