দিলীপের কটাক্ষের জবাব দিলেন মানস

0
84

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Manas  replied to the Dilips insinuation
প্রচারে তৎপর প্রার্থী মানস ভুঁইয়া । নিজস্ব চিত্র

বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি বিধানসভা ক্ষেত্রের পাঁচটি অঞ্চলে পদযাত্রা ও মোটর সাইকেল মিছিল করেন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।সকাল ১১ টার সময় শালবনির কোন্নগড়ে মহামায়ার মন্দিরে পূজো দিয়ে প্রচারে বের হন তিনি।

Manas  replied to the Dilips insinuation
নিজস্ব চিত্র

গ্ৰীষ্মের তাপদাহ উপেক্ষা করে গ্ৰামের প্রতিটি কেন্দ্রের মানুষজনকে প্রার্থীকে দেখতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ।গ্ৰামের মহিলারা কোথাও কোথাও ফুলের মালা দিয়ে তৃনমূল প্রার্থী মানস বাবুকে বরন করে নেয়।কোথাও বা প্রার্থী নিজে গ্ৰামের মানুষ জনের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন।এলাকার সমস্যা জানতে চান।আজকের এই প্রচারে গ্ৰামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তৃণমূল নেতৃত্ব বেশ আত্মবিশ্বাসী হয়।বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ  গতকাল বেলদার সভায় মানস ভুঁইয়াকে কটাক্ষ করে বলেন,’ পঞ্চায়েত নির্বাচনে সবং এলাকাতেই মানস ভুঁইয়া হেরে গেছেন।তিনি এসেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে লড়াই করতে।’

Manas  replied to the Dilips insinuation
নিজস্ব চিত্র

সাংবাদিকরা আজ শালবনিতে দিলীপ ঘোষের সেই মন্তব্য প্রসঙ্গ তুলে ধরলে মানস বাবু বলেন, ‘দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে খুব লাফালাফি করছেন, বড় বড় কথা বলছেন।তার ওই উল্টোপাল্টা ও অসংলগ্ন কথাবার্তার আমি কোন উত্তর দেব না।’
মানস বাবু বলেন,’আমি চল্লিশ বছর ধরে বিধায়ক ছিলাম।রাজনীতিটা দিলীপ ঘোষের কাছ থেকে শিখতে হবে না।’

Manas  replied to the Dilips insinuation
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কেশপুরে কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৃহস্পতিবার শালবনির পাঁচটি অঞ্চলে মানস ভুঁইয়ার সমর্থনে তৃণমূল কর্মীরা একটি বাইক মিছিল করে।এদিন মানস ভুঁইয়ার পদযাত্রায় উপস্থিত ছিলেন শালবনির তৃণমূল নেতা নেপাল সিং,মিনু কোয়ারি ও নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here