প্রচারে নেমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মানস

0
72

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Manas says against central government
নিজস্ব চিত্র

কেশিয়ারি সভায় এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।বিজেপি বিভেদের রাজনীতি করে বলে অভিযোগ করে তিনি জানান,

Manas says against central government
মোরাম পথে হেঁটে প্রচারে প্রার্থী মানস ভুঁইয়া। নিজস্ব চিত্র

“মোদী আর ফিরছেন না।মুরলি মনোহর জোশি , লালকৃষ্ণ আদবানীর মতো নেতাদের প্রার্থী না করায় দলে বিদ্রোহ দেখা দিয়েছে।এরাজ্যেও নতুন পুরাতন দ্বন্দ্ব মাথা চাড়া দিয়েছে।তবু বিজেপি প্রার্থীরা ভোটে কোথাও কোথাও একটা লন্ডভন্ড কান্ড করতে চাইছেন।যাঁরা দ্বন্দ্ব বিভেদ চায়,যাঁরা ধমের্র নামে ধর্মান্ধ রাজনীতি করতে চায় তাঁদের পাল্লায় পড়বেন না।”

আরও পড়ুনঃ বেলদায় বিজেপির পাল্টা মিছিল মানসের

Manas says against central government
নিজস্ব চিত্র

ভোটারদের এবিষয়ে সজাগ ও সচেতন থাকার পরামর্শ দিলেন মানস ভুইঁয়া।

রবিবার কেশিয়ারির মন্দিরে মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার সেরেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।সোমবার সেখানেই প্রচন্ড রোদ আর গরম উপেক্ষা করে গ্রামের মোরাম পথ পেরিয়ে ভোট প্রচার সারলেন তৃণমূল প্রার্থী ডাঃ মানস ভুইঁয়া। এদিন তিনি কেশিয়ারির ঘৃতগ্রাম,কুসুমপুর, সাঁতরাপুরে প্রচার ও কর্মীসভা করেন।এদিন তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা বিকাশ ভুইঁয়া,নির্মল ঘোষ,জগদীশ দাস,ফটিক পাহাড়ি,ব্লক সভাপতি পবিত্র শিট।

পঞ্চায়েত ভোটে কেশিয়ারিতে ভালো ফল করেছে বিজেপি।৫ টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তাদের দখলে।এদিন কর্মীদের উদ্দেশ্যে মানস বাবু বলেন , ‘কোনো নেতার আচরণে আপনাদের ক্ষোভ, দুঃখ,অভিমান থাকতে পারে।আমিও ভুল করতে পারি।আমাকে শাস্তি দেবেন কিন্তু দলতো ভুল করেনি।”

তিনি মনে করিয়ে দেন , ‘মমতা ব্যানার্জির পথ থেকে সরে যাবেন না।যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৫২ টি প্রকল্প রাজ্যের মানুষের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছেন দেশের এই সঙ্কটে তাঁকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে মেদিনীপুর আসনটিও জিততে হবে।’
এদিন কর্মী সমর্থকদের সচেতন করে প্রার্থী মানস ভুঁইয়া বলেন, “আমাদের কিছু ত্রুটির জন্য যে ফাঁক,ফোঁকর থেকে গেছে সেখান দিয়ে বিজেপি ঢুকে পড়েছে,তাদের বার করতে হবে।প্রমান করে দিন কেশিয়ারি দ্বিগুণ লিড দেবে।এই বিধানসভা তৃণমূল জিতলে এখানে উন্নয়নও দ্বিগুণ হবে।”
মমতা ব্যানার্জি লড়ছেন উন্নয়ন বাঁচাও,গণতন্ত্র বাঁচাও,জীবন জীবিকা বাঁচাও,কর্মসংস্থান বাঁচাও এর জন্য এটা জানিয়ে বিজেপির সমালোচনা করে মানস বাবু বলেন,’আর বিজেপি বলছে তুমি হিন্দু না মুসলিম ? তুমি রাম না রহিম ? তুমি মন্দিরে যাও না মসজিদে ?’ এদিন কেন্দ্র সরকারকে বারবার কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here