নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার নমিনেশন দেওয়ার দিন।এই দিন সকাল থেকে জেলার কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।নমিনেশন দেওয়ার পূর্বে মেদিনীপুর শহরের ধর্মার চকে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই তৃণমূল কর্মীর,এতে অনেকটাই শোকের মধ্যে পড়তে হয় প্রার্থী মানস ভুঁইয়া সহ জেলার কর্মী সমর্থকদের।
তারই মাঝে জেলা নির্বাচন আধিকারিকের দফতরে নমিনেশন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রার্থী নির্ধারিত হয়,যেখানে তিনি বার্তা দিয়েছেন
৪২-৪২আসন দখল করবেন তিনি,সেখানে মেদিনীপুর লোকসভা কেন্দ্র তাঁকে উপহার দেবেন এমনটাই বলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।এই দিন মানস বাবুকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জয়ের আশা নিয়ে প্রশ্ন ছোড়া হলে,দিলীপ বাবু দিবারাত্রি স্বপ্ন দেখছেন বলে কটাক্ষ করেন মানস ভুঁইয়া।
ইতিমধ্যেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ৯২% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার আর্জি জানান বিরোধী দলগুলির পক্ষ থেকে,সেই ব্যাপারে মানস ভুঁইয়া বলেন, “মানুষ তার নিজের নিজের ভোট নিজে দিবে,এতে আমাদের কিছু যায় আসে না।”
আরও পড়ুনঃ গরুর গাড়ি চড়ে মনোনয়নপত্র জমা দিতে এলেন সাইফুল
এই দিন নমিনেশন পর্বে উপস্থিত ছিলেন,তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি,জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,জেলা যুব সভাপতি রমাপ্রসাদ গিরি সহ অন্যান্ন জেলা তৃণমূল নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584