কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
নতুন কোচ রালফ রাগনিকের হাত ধরে অবশেষে ভাগ্য খুললো রেড ডেভিলসদের। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মানইউ ক্রিস্টাল পালেসকে ১-০ গোলে হারিয়ে দেয়। একমাত্র গোলটি করেন ফ্রেড। ইপিএলের ক্রমশ পিছিয়ে পড়া ম্যানইউ গত কয়েকদিন আগে কোচ পরিবর্তন করে নতুন খসড়া ফেরত গতকালের প্রথম ম্যাচে পাশ করে ও সমর্থকদের মুখে হাসি ফোটান।
Spreading the love ❤️#MUFC | #MUNCRY pic.twitter.com/gcJqlZiuNC
— Manchester United (@ManUtd) December 5, 2021
ম্যাচের ফলাফল ১-০ হলেও নতুন কোচ রালফ রাগণিক ফুটবল টাকটিস চেস দ্য বল এই মন্ত্রে পুরো ম্যাচে ৬০% বল নিজেদের দখলে রাখলো রোনাল্ডোরা। অবিশ্বাস্য ভাবে দৌঁড়ালো ফ্রেড, স্যাঞ্চ ও রোনাল্ডো। এতটা খেললেও গোলের জন্য ৭৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।
🧠 Inside the mind of Ralf Rangnick…
▪ Thoughts behind our formation
▪ Two 'perfect' players for the system
▪ How we recovered possession#MUFC | #MUNCRY— Manchester United (@ManUtd) December 5, 2021
আরও পড়ুনঃ বর্ণবাদের অভিযোগে জেরবার ইয়র্কশায়ার ক্লাবের ১৬ জন কোচের পদত্যাগ
ক্রিস্টাল প্যালেসের বক্সের মধ্যে হেড ডান পায়ে জোরালো শটে গোল করে এগিয়ে যায় ম্যানইউ। বাঁ পায়ের খেলোয়াড় ডান পায়ে বল দর্শকদের অবাক করে দেয়। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রমশ পিছিয়ে পড়ার পর গত ওলে গানার সোলস্কারকে কোচের পদ থেকে সরিয়ে দেয়। রালফ রাগণিককে এই মরসুমের জন্য রোনাল্ডোদের কোচ করা হয়েছে। তাতে রেড ডেভিলসদের ভাগ্য ফিরে কিনা এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584