প্রায় ছ’মাস পর আজ খুলছে মঙ্গলাহাট

0
131

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা আবহে দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পর অবশেষে আজ, শনিবার খুলছে হাওড়ার শতাব্দী প্রাচীন মঙ্গলাহাট। এই হাট সাধারণত মঙ্গলবার করেই বসত কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে হাট বসার দিন পরিবর্তন হয়েছে। আর মঙ্গলবার নয়, এবার থেকে মঙ্গলাহাট বসবে শনিবার।

Manglahat | newsfront.co
ফাইল চিত্র

শনিবার রাত ৯ টা থেকে রবিবার সকাল ছ’টা পর্যন্ত হাট চলবে। তবে এতদিন মঙ্গলাহাটে রাস্তা এবং ফুটপাতে যেসব খুচরো বিক্রেতা পসরা নিয় বসত, তাঁদের বসতে নিষেধ করা হয়েছে। ১১ টি বড় বিল্ডিংয়ে যেসব স্থায়ী দোকান রয়েছে, কেবলমাত্র সেগুলিই খোলা যাবে।

সোমবার ও মঙ্গলবার সকাল থেকে দুপুরের বদলে সপ্তাহে মাত্র একদিন রাতের বেলা হাট খোলার প্রশাসনিক সিদ্ধান্তের প্রথমের দিকে আন্দোলনে নেমেছিল সেখানকার ব্যবসায়ী সংগঠনগুলি। তাঁদের সঙ্গে একাধিকবার জেলা প্রশাসনের বৈঠক হয়। শুক্রবার পুলিশের সঙ্গে হাট সমন্বয় কমিটির বৈঠকের পর প্রশাসনের সিদ্ধান্তই সায় দিয়েছে তাঁরা। ফলে শনিবার রাতে হাট চালু করতে আর কোনও সমস্যা থাকল না বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ বড় সুখবর! পুজোর আগেই করোনা বিধি মেনে খুলছে রাজ্যের সব চিড়িয়াখানা

করোনা আবহে ভিড় এড়াতে মঙ্গলাহাট বন্ধ রাখা হয়েছিল। যার কারণে কয়েক হাজার পরিবারে রুটি-রুজির টান পড়েছে। কেনা-কাটা বন্ধ থাকায় আর্থিক অবস্থা সঙ্গীন সেখানকার ব্যবসায়ীদের। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশে গত ২৪ মার্চ থেকে মঙ্গলাহাট বন্ধ রাখে প্রশাসন।

আরও পড়ুনঃ কাজ হারানো গ্রাহকদের আবেদন জমা দেওয়ার নির্দেশ ইএসআইয়ের

আজ, শনিবার হাট চালু হওয়ার পর দু’সপ্তাহ দেখা হবে যে কোভিড রীতি মেনে হাটে ব্যবসা হচ্ছে কিনা। কোভিড সংক্রমণ বেড়ে যাচ্ছে কি না সেদিকেও নজর রাখবে প্রশাসন।

হাওড়া জেলা প্রশাসনের সিদ্ধান্ত, যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে ফের হাট বন্ধ করে দেওয়া হবে। প্রশাসন সূত্রে খবর, আজ রাতে মঙ্গলাহাটে কীরকম জমায়েত হচ্ছে, কোভিড স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সেইসব পর্যবেক্ষণ করে ধাপে ধাপে হাটের পুরানো চেহারা ফিরিয়ে আনা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here