করোনায় প্রয়াত মাণিক মজুমদার, সহযোদ্ধাকে হারিয়ে শোকাহত মুখ্যমন্ত্রী

0
232

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মাণিক মজুমদার। মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসের দায়িত্বে থাকা দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন মাণিকবাবু। এমনিতেই অসুস্থ ছিলেন তিনি। সেই অসুস্থতার উপর আবার তাঁর শরীরে করোনাভাইরাস থাবা বসায়। করোনা আক্রান্ত হওয়ার পর মাণিকবাবুকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছিল। শনিবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মাণিক মজুমদার।

Manik Majumdar | newsfront.co

বহু দিনের সহযোদ্ধাকে হারিয়ে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটবার্তায় তিনি জানিয়েছেন, ‘চারদশক ধরে আমার সহকর্মী ছিলেন মাণিক দা (মজুমদার)। তাঁকে হারিয়ে আমি গভীর বেদনাহত। তিনি সর্বদা হাসি মুখে নিঃশব্দে কাজ করতেন। তাঁর অভাব আমরা সকলে অনুভব করব।’

মাণিক মজুমদারের প্রয়াণের কারণে শনিবার তৃণমূলের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। বাইপাসের ধারে তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়াও প্রতিটি দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ করোনাজয়ী হলেই মিলবে চাকরি! স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

বাজপেয়ী জমানায় রেলমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দফতর সামলানোর দায়িত্বে ছিলেন মাণিক মজুমদার। স্বল্পভাষী মানুষটি সবার প্রিয় পাত্র ছিলেন। নেত্রীর দীর্ঘ লড়াইয়ের সাথী হলেও কোনও দিন তৃণমূলের কোনও পদ সামলাতে চাননি তিনি।

এমনকী কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দফতর ছেড়েও যাননি। বিরোধী নেত্রী হোক বা মুখ্যমন্ত্রী, কালীঘাটের বাড়িতে তাঁকে এড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা ছিল কার্যত অসম্ভব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here