‘ ক্ষীরকূল’ নামে নতুন পরিবেশ বন্ধুর সন্ধান সবং-এ

0
174

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

গাছ মানুষের সবচেয়ে কাছের বন্ধু। এরমধ্যে কিছু প্রাচীন ও পরিণত গাছ সব সময় প্রকৃতি ও মানুষের কাছে বিশেষ আদরনীয় ও বিশ্বস্ত বন্ধু হয়ে থাকে।এই রকম একটি পুরোনো ঐতিহ্যবাহী প্রাকৃতিক বন্ধুর খোঁজ পাওয়া গেল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চাঁদকুড়ি এলাকায়।

mans | newsfront.co
নিরীক্ষণ। নিজস্ব চিত্র

গাছটির নাম ক্ষীর কুল। এই নামেই স্থনীয়দের কাছে পরিচিত এই গাছ টি । এই ঐতিহ্যবাহী গাছটি নিয়ে সমীক্ষা ও গবেষণা করতে বুধবার সবং- এর চাঁদকুড়িতে উপস্থিত হয়েছিলেন ঝাড়গ্রাম জেলার কাপগাড়ী সেবাভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান তথা পরিবেশ গবেষণা সংস্থা ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ(টিয়ার)- র সম্পাদক ডঃ প্রণব সাহু।

tree  | newsfront.co
ক্ষীরকূল ৷ নিজস্ব চিত্র

সবং-এর ভূমিপুত্র ডঃ সাহু অনুসন্ধান , সমীক্ষা ও গবেষণামূলক বিশ্লেষণের মাধ্যমে জানান যে, গাছটির বিজ্ঞান সম্মত নাম হলো ‘মানিলকারা হ্যাক্সনডারা ‘এবং ইংরেজি পরিচিত নাম ‘ক্ষীরনী’। গাছ টির আনুমানিক বয়স প্রায় ৩৫০ বছর, পরিধি ও উচ্চতা যথাক্রমে ১৫ ফুট ও ৫০ ফুট। প্রায় ২৫০০বর্গ ফুট এলাকা জুড়ে অবস্থিত এবং চিরসবুজ। অধ্যাপক ড. সাহু বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে জানান যে, গাছ টি বছরে প্রায় ২১ হাজার লিটার অক্সিজেন উৎপাদন করে এবং বায়ুমন্ডলকে বিশুদ্ধ রাখে।

peoples | newsfront.co
পর্যালোচনা। নিজস্ব চিত্র

অর্কিড , ফার্ণ ও নানান পরাশ্রয়ী ও পরজীবী উদ্ভিদের উপস্থিতি গাছটির মধ্যে লক্ষ্য করা যায়। তাছাড়া কয়েক হাজার বিভিন্ন পোকামাকড়, সরীসৃপ, পক্ষী, জীবজন্তু ও ছত্রাক, পরাশ্রয়ী ও পরজীবী জীববৈচিত্র্য বসবাস করে এই গাছটিতে । একটি আদর্শ বাস্তুতান্ত্রিক জীববৈচিত্রের মিলনস্থান হল এই গাছ টি।

two man | newsfront.co
নিজস্ব চিত্র

যা প্রাকৃতিক জীব গবেষণাগার। স্কুল ছাত্র-ছাত্রী দের কাছেও সমীক্ষার স্থান। আরও জানা যায় গাছটিকে একটি পবিত্র গাছ হিসেবে স্থানীয় মানুষ জন মেনে চলেন। তাই অধ্যাপক সাহু মনে করেন এই ধরণের কতিপয় প্রজাতির প্রাচীন গাছকে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা প্রয়োজন।

আরও পড়ুনঃ কান্দিতে স্বাধীনতা সংগ্রামী বিনয় কৃষ্ণ বসুর জন্ম বার্ষিকী পালন

এরাই প্রকৃতির মূল স্তম্ভ। এই গাছটি সংরক্ষণের বিষয়ে ডঃ সাহুর সাথে একমত স্থানীয় পরিবেশপ্রেমী শিক্ষক শান্তনু অধিকারী মহাশয় ও। তাঁরা সহ স্থানীয় প্রায় সমস্ত মানুষ চান এই গাছটিকে সংরক্ষণ করা হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here