মণিপুরের ভিডিও ক্লিপ’কে শীতলকুচির ঘটনা বলে চালানোর চেষ্টা

0
139

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আবারও ধরা পড়ল ফ্যাক্ট চেকিং-এ, প্রশ্ন উঠছে কেন বারবার সুকৌশলে ‘ফেক নিউজ’ ছড়িয়ে প্রমাণ করার চেষ্টা করতে হচ্ছে, সেদিন তবে ঠিক কি ঘটেছিল শীতলকুচিতে!

Sitalkuchi Chaos | newsfront.co

টুইটার, ফেসবুক সর্বত্র ছড়িয়ে পড়ছে মণিপুরের একটি দু মিনিটের ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে একটি বুথে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে সেদিনের শীতলকুচির ঘটনার ভিডিও বলে। কিভাবে কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হলো, কিভাবে তারা উন্মত্ত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো অতঃপর ইভিএম বাঁচাতে বাধ্য হয়ে গুলি চালালো। সব বয়ানের ‘ন্যারেটিভ’ মোটামুটি একই রকম।

শেষপর্যন্ত আবার ফাঁস হলো ফেক নিউজের ষড়যন্ত্র। Alt নিউজ নামের বিখ্যাত ফ্যাক্ট চেকিং সংস্থা জানিয়ে দিল এই ভিডিও মোটেই পশ্চিম বঙ্গের নয়।

ভিডিওটি ২০১৯সালে ইউটিউবে আপলোড করা হয়েছিল। এটি মণিপুরের কিয়ামগেই গ্রামের ছবি। গ্রামটি মুসলিম অধ্যুষিত। ১৮ এপ্রিল , ২০১৯ সালে এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন ও বের হয় এক জাতীয় সংবাদ মাধ্যমে। মণিপুরে ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ঘটেছিল এই ঘটনা। সিআরপিএফ শূন্যে গুলি চালায়, ও লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুনঃ ‘জায়গায় জায়গায় শীতলকুচি হবে’, বিতর্কিত মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে নোটিশ কমিশনের

টুইটারে এই ঘটনাকে শীতলকুচি বলে যেসব পোস্ট করা হয়েছে তার কোনটির ভিউ ১০০০০ এর বেশি, কোনটি আরো বেশি। হারাধন ঘোষ নামে এক ব্যক্তির টুইটে ৫০,০০০ এরও বেশি ভিউ হয়েছে। ইতিমধ্যে এই ফেক ভিডিও সমেত যাবতীয় টুইট সরিয়ে দিয়েছেন টুইটার কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here