ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
আজ সংসদের ইতিহাসে দীর্ঘতম বাজেট বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত বছর নিজের ২ ঘন্টা ১৭ মিনিটের বাজেট ভাষণের রেকর্ড ভেঙে অর্থমন্ত্রী নিজের রাজনৈতিক কেরিয়ারে ২ ঘন্টা ৪১ মিনিটের দীর্ঘতম বাজেট ভাষণের নতুন রেকর্ড গড়লেন। এই দীর্ঘতম ভাষণও অসামাপ্ত। বাকি ছিল আরও দুই পাতা। তবে অসুস্থবোধ করায় মাঝপথেই থামতে হলো নির্মলাকে।
ঘড়ির কাঁটায় এগারোটা বাজতেই এনডিএ-২ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ভাষণ শুরু করেন সীতারামন। স্বাস্থ্যক্ষেত্রে সেস বসানোর প্রস্তাব করার লাইনটি পড়তে গিয়েই অসুস্থ বোধ করেন অর্থমন্ত্রী। তাঁকে নিচু হয়ে জল খেতে দেখা যায় ।এরপর আবার ভাষণ শুরু করার কিছুক্ষণের মধ্যে ফের জলপান করতে দেখা যায়। এরপর তাঁর পাশে বসা অমিত শাহ নীতিন গডকড়ীদের এগিয়ে দেওয়া লজেন্স মুখে দিয়ে ফের শুরু করলেও আবার ছন্দপতন। শেষপর্যন্ত বাজেট ভাষনের সমাপ্তি ঘোষণা করে বসে পড়েন তিনি। শাড়ির আঁচলে মুখ মুছতে দেখা যায় তাঁকে। সূত্রের খবর অর্থমন্ত্রীর রক্তচাপ কমে যাওয়াতেই এই বিপত্তি। নির্মলার অর্ধসমাপ্ত ভাষণের পর সে সময়ের মতো বাজেট অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা।
নির্মলার মতো দীর্ঘ ভাষণের রেকর্ড আছে প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির। ২০১৪তে ২ ঘন্টা ১০ মিনিটের ভাষণ দিয়েছিলেন তিনি। তবে দীর্ঘতম বাজেট ভাষণের রেকর্ড এতোদিন প্রাক্তন অর্থমন্ত্রী যশোবন্ত সিংহের দখলে ছিল। আজ দু মিনিটে তাঁকে অতিক্রম করে সেই রেকর্ড করায়াত্ত করলেন নির্মলা।
নির্মলা যশোবন্ত অরুণ জেটলির মতোই ১৯৯১ সালের অর্থমন্ত্রী মনমোহন সিংহের দীর্ঘতম লোকসভা ভাষনের সাক্ষ্মী থেকেছে লোকসভা।
তবে এই দীর্ঘ বাজেট বোধগম্য হয়নি বলেই জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, এতো দীর্ঘ বাজেট বক্তৃতা যে বিষয়বস্তু তিনি বুঝেই উঠতে পারেনি। প্রাক্তন প্রধানমন্ত্রী হজম হয়নি উল্লেখ করলেও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন,’ যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে কোনও দিশা নেই। শুধুই বুলি, কাজের কোন কাজ প্রতিফলিত হয়নি।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584