ভিডিও বক্তৃতায় নিজের স্বভাবসিদ্ধ সহাস্য ভঙ্গীতে মোদীকে তুলোধোনা মনমোহন সিং-এর

0
135

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পন্ডিত জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন পাঁচ দশকেরও বেশি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে উঠতে বসতে দোষারোপ না করে থাকতে পারেন না, একথা সর্বজনবিদিত। দেশের সাম্প্রতিক যে কোন সমস্যার দায় মোদী অদ্ভুত দক্ষতায় নেহেরুর উপর চাপিয়ে দিতে সিদ্ধহস্ত। এবার পাঞ্জাবে ভোটের প্রাক্কালে নরেন্দ্র মোদীর এই বিশেষ ‘গুণ’ -এর তীব্র সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভারতের প্রধানমন্ত্রীর পদটি যে দেশে বিদেশে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিলেন এক ভিডিও বক্তৃতায়।

Manmohan Singh PM Modi
মনমোহন সিং-নরেন্দ্র মোদী

সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে লোকসভায় বিতর্কের জবাবি ভাষণে দেশভাগের জন্য নেহরু এবং কংগ্রেসকে দায়ী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনমোহন সিং আজকের বক্তৃতায় বলেন মোদীর এই অভিযোগের কোন সারবত্বা নেই। ‘‘কংগ্রেস কখনওই রাজনৈতিক লাভের জন্য দেশ ভাগ করেনি“, বললেন মনমোহন।

আরও পড়ুনঃ “নিজের বাড়িতে নিরাপদ নন তাই সেখানে হিজাব পরুন”, বিতর্কিত মন্তব্য ভোপালের সাংসদ প্রজ্ঞার

লোকসভায় জবাবি ভাষণে দেশের অনুন্নয়ন ও মূল্যবৃদ্ধির দায়িত্বও কার্যত নেহরুর কাঁধেই চাপান মোদী। টেনে এনেছিলেন তিনি। মোদীর এই অভিযোগের উত্তরে অন্যতম বিশ্বসেরা অর্থনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘‘একদিকে দেশের মানুষ মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের সমস্যায় ভুগছেন, অন্যদিকে, বর্তমান সরকার, গত সাড়ে সাত বছরের ভুল স্বীকার করে,তা শোধরানোর চেষ্টা না করে এখনও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দোষারোপ করছে।“

আরও পড়ুনঃ এবার গরু পাচার কান্ডে দেবের ছবির প্রযোজককে তলব সিবিআই-এর, শুক্রবারই হাজির হওয়ার নির্দেশ

লাদাখে চীনা অনুপ্রবেশ নিয়েও মোদিকে কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন প্রধানমন্ত্রী। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদীর ‘প্রমোদবিহার’ নিয়ে মনমোহনের সহাস্য মন্তব্য, ‘‘আশা করি উনি এখন বুঝতে পারছেন, জোর করে আলিঙ্গন, দোলনায় দোলা বা বিরিয়ানি খাওয়ার মাধ্যমে দেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়না।“ আপাতত দেখার এই এতগুলি কটাক্ষের উত্তরে মোদীর তরফে কি প্রতিক্রিয়া আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here