মোদীকে সরাসরি চিঠি লিখে করোনা প্রতিরোধে সুচিন্তিত পরামর্শ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের

0
117

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

“সঠিক রূপরেখা ধরে এগোলে আমরা অনেক দ্রুত ভালো ফল পেতে পারি” পরামর্শ মনমোহনের। “এখনো পর্যন্ত দেশের মোট জনসংখ্যার খুবই কম শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় আছেন” মত প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা ড. মনমোহন সিং-এর।

manmohan singh | newsfront.co
ফাইল চিত্র

বর্ষীয়ান কংগ্রেস নেতা বেশ কিছু মূল্যবান পরামর্শ সহ একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি লিখেছেন, প্রথমত সংখ্যার হিসেবে না গিয়ে দেখতে হবে দেশের মোট জনসংখ্যার ঠিক কত শতাংশ মানুষকে টিকা দেওয়া গেছে। তিনি এও উল্লেখ করেছেন যে দেশের মোট জনসংখ্যার খুবই কম অংশ মানুষকে এখনো পর্যন্ত টিকার আওতায় আনা গিয়েছে করোনা লড়াইয়ে যা যথেষ্ট নয়।

আরও পড়ুনঃ ‘করোনায় জনসভা বিপদজনক’, পশ্চিমবঙ্গের সমস্ত সভা বাতিল রাহুলের

প্রধানমন্ত্রীকে তাঁর পরামর্শ “সঠিক রূপরেখা তৈরি করে এগোতে হবে করোনার বিরুদ্ধে, তবেই আসবে কার্যকরী ফল এবং দ্রুত।”মনমোহন সিং লিখেছেন,প্রথমত, সরকারি স্তরে করোনা ভ্যাক্সিনের অর্ডার দিতে হবে যা আগামী ৬মাসের মধ্যে ডেলিভারি পাওয়া যাবে। তিনি উল্লেখ করেছেন, অগ্রিম অর্ডার এমন ভাবেই দিতে হবে যাতে জনসংখ্যার যত অংশকে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তা যেন সরকারের হাতে যথা সময়ে প্রস্তুত থাকে।

আগামী ৬ মাসে রাজ্যগুলিকে কিভাবে কতটা ভ্যাকসিন কেন্দ্র দিতে পারবে সে বিষয়ে সম্পূর্ণ স্বছ থাকতে হবে সরকারকে। এ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকলে তবেই রাজ্যগুলি টিকাকরণে সঠিক পদক্ষেপ নিতে পারবে। মোট ভ্যাকসিনের ১০% কেন্দ্র ‘স্টক’ হিসেবে নিজেদের কাছে রেখে বাকি সমস্তটা ভাগ করে দিক রাজ্যগুলির মধ্যে।ড. মনমোহন সিং-এর পরামর্শ, কোন রাজ্য কাদের ‘ফ্রন্টলাইন ওয়ার্কার’ হিসেবে চিহ্নিত করবে সে সিদ্ধান্ত রাজ্যগুলিকেই নেওয়ার অনুমতি দেওয়া হোক।

আরও পড়ুনঃ খোদ মুখ্যমন্ত্রীর ফোনে আড়ি পাতা! সিআইডি তদন্ত হবে, বললেন মমতা

বহু রাজ্য বাস, ট্যাক্সি ড্রাইভার, স্কুল শিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মী এমনকি আইনজীবিদের ও টিকা দিতে ইচ্ছুক তাঁদের বয়স ৪৫ বছরের নীচে হলেও।ড.মনমোহন সিং-এর শেষ পরামর্শ, ভ্যাকসিন প্রস্তুতকারক বেসরকারি কোম্পানিগুলিকে তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য সরকার আর্থিক বা অন্যান্য সব ধরণের সাহায্য করুক।

মনমোহন সিং- এর পরামর্শ, দেশীয় ভ্যাকসিন সাপ্লাই যেহেতু সীমিত, সেক্ষেত্রে যেসব অন্য ভ্যাকসিন ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সি বা ইউএসেফডিএ-র মতো প্রতিষ্ঠানের ছাড়পত্র পেয়েছে সেগুলো আমদানি করুক সরকার এবং যাঁরা সেই ভ্যাকসিন নিতে চাইবেন তাঁদের যথাযথ তথ্য দিয়ে সে সুযোগ করে দিক সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here