নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্ক
করোনা পরিস্থিতির মধ্যেই ধীরে ধীরে দেশ আত্মনির্ভর হচ্ছে। তাই সব ক্ষেত্রেই প্রয়োজন আত্মনির্ভরতা। দেশে সবকিছু আত্মনির্ভর হলে খেলনার বাজারই বা বাদ যায় কেন? রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এবার খেলনার বাজারে ভারতকে আত্মনির্ভর করার আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ এবং যুবসমাজকে দেশীয় প্রযুক্তিতে খেলনা তৈরির অনুরোধ জানালেন মোদী।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উদ্ধৃত করে মোদী বললেন, “খেলনা এমন হওয়া উচিত যা বাচ্চাদের মনঃসংযোগ, সৃষ্টিশীলতাকে বের করে আনে।”
প্রধানমন্ত্রী আক্ষেপের সুরে বলেন, “প্রতিবছর ভারতে ৭ লক্ষ কোটি টাকার ব্যবসা হয় খেলনার বাজারে। অথচ তাতে ভারতের যোগদান অত্যন্ত কম। ভারতের মতো তরুণ জনসংখ্যার দেশে এটা শোভা পায় না। তাই সরকার দেশি খেলনা তৈরিতে উৎসাহ প্রদান করছে। যারা নতুন ব্যবসা খুলছেন তাঁদের কাছে অনুরোধ, আসুন একসঙ্গে আমরা খেলনা তৈরি করি।
আরও পড়ুনঃ কনটেনমেন্ট জোনের বাইরে কেন্দ্রের অনুমতি ছাড়া কোনও রাজ্যে লকডাউন নয়
লোকাল ‘খেলনার জন্য ভোকাল’ হওয়ার সময় এসে গিয়েছে। প্রযুক্তির যুগে কম্পিউটার গেমসেরও চাহিদা বেশি। কিন্তু বেশিরভাগ কম্পিউটার গেমই বিদেশি। দেশের তরুণ প্রতিভাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভারতের পুরনো ধারণা নিয়ে গেম বানান। একসঙ্গে আমরা সফল হবই। আত্মনির্ভর হতে হলে, সব ক্ষেত্রেই হতে হবে।”
আরও পড়ুনঃ সংবিধান সংশোধন করে দেশে একক ভোটার তালিকা তৈরির পথে কেন্দ্র
এদিন প্রধানমন্ত্রী এও ঘোষণা করেছেন, পুরো দেশে সেপ্টেম্বর মাস নিউট্রশন মান্থ বা ‘পুষ্টি মাস’ হিসেবে পালন করা হবে। দেশের বিকাশে পুষ্টির ভূমিকা অনস্বীকার্য। এই মাসজুড়ে সমগ্র দেশে পুষ্টি নিয়ে সচেতনতার প্রচার করা হবে। স্কুল-কলেজের মাধ্যমেই পুষ্টি সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। এছাড়া, আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে পড়ুয়াদের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে শিক্ষা দিতে শিক্ষকদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। বিস্মৃত স্বাধীনতা সেনানিদের কাহিনী শিশুদের কাছে তুলে ধরতে অনুরোধ করেছেন মোদী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584