পুরানো বিশ্বাসভাজনেই আস্থা মোদীর, শপথ নিলেন মনোজ সিনহা

0
38

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রথম বার্ষিকীতে পদত্যাগ করলেন সেখানকার লেফটেন্যান্ট জেনারেল জি.সি.মুর্মু, ২৪ ঘন্টার মধ্যেই নতুন লেফটেন্যান্ট জেনারেল ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। জম্মু ও কাশ্মীরের পরবর্তী লেফটেন্যান্ট জেনারেল হিসাবে আজকে শপথ নিলেন বিজেপির প্রাক্তন সাংসদ ও মন্ত্রী শ্রী মনোজ সিনহা।

Manoj Sinha | newsfront.co
শপথ অনুষ্ঠান। সংবাদ চিত্র

গুজরাট ক্যাডারের আমলা জি.সি. মুর্মু , নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে দীর্ঘদিন রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। মোদী প্রধানমন্ত্রী হলে শ্রী মুর্মুকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে নিয়ে আসা হয়; তারপরে জম্মু ও কাশ্মীরের গভর্নর জেনারেল পদে দেখা যায় তাঁকে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো উপত্যকায় তথাকথিত স্বাভাবিক জীবন ফেরানো ও রাজ্য রাজনীতিকে স্বাভাবিক করা।

আরও পড়ুনঃ দেশের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) হলেন গিরিশ চন্দ্র মুর্মু

এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটানো। সে কারণেই এমন কোনো বিশ্বস্ত ও পোড়খাওয়া রাজনীতিবিদকেই সেখানে প্রশাসক হিসেবে প্রয়োজন। রাজনৈতিক মহল মনে করছে ঠিক সে কারণেই নরেন্দ্র মোদির বিশ্বাসভাজন ও গূঢ় সংবাদবাহক হিসেবে শ্রী মনোজ সিনহার জম্মু ও কাশ্মীর উপত্যকায় পদার্পন ঘটতে চলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here