নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর মোদী মন্ত্রীসভায় বড়সড় রদবদল হলো ৭জুলাই অর্থাৎ গতকাল। মন্ত্রীসভা থেকে সরে গিয়েছেন বেশ কিছু হেভিওয়েট মন্ত্রী পরিবর্তে জায়গা পেয়েছেন নতুন মুখ।
মন্ত্রিত্ব গিয়েছে স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনেরও, পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রী হয়েছেন মনসুখ মান্ডব্য। এই মান্ডব্য-ই এখন বিরাট ট্রোলের শিকার তাঁর পুরনো টুইটের কারণে। কখনো মহাত্মা গান্ধীকে নিয়ে টুইট, কখনো রাহুল গান্ধীকে নিয়ে টুইটে ভাষাগত ভুল, এই নিয়েই মান্ডব্যকে ট্রোল করে চলেছে নেটিজেনরা।
Mansukh Mandaviya is our Health of Minister pic.twitter.com/mpYMEgI0DQ
— Joy (@Joydas) July 7, 2021
UP elections hai. Mandviyaji ka benefit le sakte hain. pic.twitter.com/StrmtiG2nf
— sarvarta (@sarvarta) July 7, 2021
1/n
Gems from #MansukhMandaviya,
India's New Minister of Health: https://t.co/ES5KkNVyCS pic.twitter.com/flkk9ghp5r— 𝐕𝐎𝐋𝐃𝐘 🏳️🌈☭ (@Lord_VoldeMaut) July 7, 2021
২০১৩ সালের ২৩ অগস্টে মনসুখ মান্ডব্যের একটি টুইট, তাতে তিনি লিখেছেন, “মহাত্মা গান্ধীজি ইজ আওয়ার নেশন অব ফাদার।” এছাড়া রাহুল গান্ধীকে নিয়ে টুইট করেছিলেন তিনি যাতে দেখা গিয়েছে বাক্যের গঠনগত ভুল। তাঁর এইসব পুরোনো টুইটের স্ক্রিনশট পোস্ট করে নব নিযুক্ত স্বাস্থ্য মন্ত্রীকে অবিরত ট্রোল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ প্রাক্তন শিবসেনা নারায়ণ রাণে পেলেন এমএসএমই দপ্তর- কিন্তু কেন!
Unfortunate to see so many fellow citizens trolling Mansukh Mandaviya ji for his lack of proficiency in English . Critic him on faults wrt his work & Ministry.
— Tehseen Poonawalla Official 🇮🇳 (@tehseenp) July 8, 2021
Big Umar Akmal vibes from the new minister pic.twitter.com/vE5PajfDcJ
— Ganesh Ranganathan (@ganeshran) July 7, 2021
যদিও এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী এখনো কোন প্রতিক্রিয়া দেননি। মনে করা হচ্ছে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেয়ে তিনি যারপরনাই ব্যস্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584