নতুন স্বাস্থ্যমন্ত্রীর পুরোনো ভুলে ভরা টুইটের স্ক্রিনশট পোস্ট করে ট্রোল সোশ্যাল মিডিয়ায়

0
57

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর মোদী মন্ত্রীসভায় বড়সড় রদবদল হলো ৭জুলাই অর্থাৎ গতকাল। মন্ত্রীসভা থেকে সরে গিয়েছেন বেশ কিছু হেভিওয়েট মন্ত্রী পরিবর্তে জায়গা পেয়েছেন নতুন মুখ।

Mansukh Mandaviya
ছবি: পিটিআই

মন্ত্রিত্ব গিয়েছে স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনেরও, পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রী হয়েছেন মনসুখ মান্ডব্য। এই মান্ডব্য-ই এখন বিরাট ট্রোলের শিকার তাঁর পুরনো টুইটের কারণে। কখনো মহাত্মা গান্ধীকে নিয়ে টুইট, কখনো রাহুল গান্ধীকে নিয়ে টুইটে ভাষাগত ভুল, এই নিয়েই মান্ডব্যকে ট্রোল করে চলেছে নেটিজেনরা।

২০১৩ সালের ২৩ অগস্টে মনসুখ মান্ডব্যের একটি টুইট, তাতে তিনি লিখেছেন, “মহাত্মা গান্ধীজি ইজ আওয়ার নেশন অব ফাদার।” এছাড়া রাহুল গান্ধীকে নিয়ে টুইট করেছিলেন তিনি যাতে দেখা গিয়েছে বাক্যের গঠনগত ভুল। তাঁর এইসব পুরোনো টুইটের স্ক্রিনশট পোস্ট করে নব নিযুক্ত স্বাস্থ্য মন্ত্রীকে অবিরত ট্রোল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ প্রাক্তন শিবসেনা নারায়ণ রাণে পেলেন এমএসএমই দপ্তর- কিন্তু কেন!

যদিও এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী এখনো কোন প্রতিক্রিয়া দেননি। মনে করা হচ্ছে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেয়ে তিনি যারপরনাই ব্যস্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here