অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আইএসএলের ঐতিহাসিক ডার্বি জিতে চনমনে এটিকে -মোহনবাগান। রয় কৃষ্ণর গোলের থেকেও বেশি আলোচনা চলছে মনবীরের দর্শনিয় গোল নিয়ে। বাগানের কৃষ্ণ প্রশংসায় ভরিয়ে দিলেন সতীর্থ মনবীরকে।
তিনি বলেন, “মনবীরের গোলটা বিশ্বমানের। প্রায় পঁচিশ গজ দৌড়ে, রক্ষণের জটলার মধ্যে থেকে নিখুঁত নিশানায় বল রেখেছে মনবীর। ওকে এই গোলের জন্য কুর্নিশ জানাতেই হবে। পরিশ্রম আর বুদ্ধি দিয়ে করা ওই গোলই আমাদের ডার্বি জয় নিশ্চিত করেছে।“
চলতি আইএসএলে টানা দু’ম্যাচে গোল করেও সন্তুষ্ট নন কৃষ্ণ। আক্ষেপ করছিলেন, “এই ডার্বিটা যুবভারতীতে জিতলে সদস্য-সমর্থকদের আবেগ এবং উচ্ছ্বাস চোখের সামনে দেখতে পেতাম। সেটা থেকে বঞ্চিত হচ্ছি। তারপরেও দূর থেকে ওঁরা যে ভাবে আমাদের সমর্থন করছেন, তা ভুলব না। কথা দিয়েছিলাম, ডার্বিতে জিতব। ওঁদের প্রত্যাশা পূরণ করতে পেরে ভাল লাগছে। ডার্বি জিতলেও আমাদের আসল লক্ষ্য কিন্তু ট্রফি।“
আরও পড়ুনঃ আইএসএলের প্রথম ডার্বিতে মুখ থুবড়ে পড়ল অনভিজ্ঞ ইস্টবেঙ্গল
জলন্ধরের ছেলে জেতায় বাংলাকে সন্তোষ এবার ডার্বির নায়ক তিনি নিজে বলেন, “ক্লাব ও দেশের হয়ে আরও কিছু ভাল গোল আছে আমার। উইং দিয়ে উঠে গোল করাটা আমার খুব পছন্দের।“
আরও পড়ুনঃ আগামীকাল সিরিজ বাঁচানোর ম্যাচ
যোগ করলেন, “শুক্রবারের গোলটাকেই সেরা বাছব। প্রথম কারণ ১-০ এগিয়ে থাকলেও জয় নিশ্চিত হয় না অনেক সময়। বিশেষ করে, এমন উত্তেজক ম্যাচে। গোলটা করে দলের জয় নিশ্চিত করতে পেরেছি। দ্বিতীয় কারণ কলকাতায় আগে মহমেডান স্পোর্টিংয়ে খেলেছি। কিন্তু ডার্বি খেলতে পারিনি। ডার্বিতে খেললে গোল করার স্বপ্ন ছিল। সেটা সফল হয়েছে।“
কোচ লোপেস আন্তোনিও হাবাসও তাঁর খেলার প্রশংসা করেছেন। তাঁর গোল নিয়ে সতীর্থরাও উল্লসিত। তাতে অবশ্য আবেগে ভাসছেন না পাঞ্জাব-পুত্র। জেসিটি এবং মিনার্ভা অ্যাকাডেমি থেকে উঠে আসা মনবীর বলছিলেন, “গোল না করলে স্ট্রাইকারের কোনও দাম থাকে না। যে ম্যাচে সুযোগ পাব, গোল করার চেষ্টা করব।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584