ঘোষণা হল ভারতের ঘরোয়া টুর্নামেন্টের সূচি, বাতিল একাধিক টুর্নামেন্ট

0
33

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

করোনার থাবা প্রত্যাশা মতোই আইপিএল হলেও বাতিল হয়ে গেল ভারতের একাধিক ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। এদিন ২০২০-২০২১ মরসুমের ঘরোয়া ক্রিকেট সিরিজের দিন ঘোষণা করল বিসিসিআই। যাতে দেখা যাচ্ছে আইপিএল শেষ হওয়ার এক সপ্তাহ পর ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিসিসিআইয়ের ঘরোয়া টুর্নামেন্ট।

Cricket team | newsfront.co
ফাইল চিত্র

যা শুরু সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট দিয়ে শেষ হবে ৭ ডিসেম্বর। এরপরই ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে রঞ্জি ট্রফি। তবে রঞ্জি একটা ভেন্যুতে না কয়েকটা ভেন্যুতে সেটা অবশ্য বলা হয়নি বোর্ডের তরফ থেকে। রঞ্জি চলবে ১০ মার্চ পর্যন্ত। বাতিল হচ্ছে এই বছর বিজয় হাজারে, দিলীপ ট্রফি, দেওধর ট্রফি।

আরও পড়ুনঃ ভিভোর চলে যাওয়াকে গুরুত্ব দিচ্ছেন না সৌরভ

এছাড়া অনুর্ধ্ব ২৩ সিকে নাইডু ট্রফি শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। অনুর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি শুরু হবে ১ নভেম্বর থেকে। মহিলাদের একদিনের টুর্নামেন্ট শুরু ১৭ মার্চ ২০২১। টি-২০ লিগ শুরু ১ নভেম্বর। তবে করোনা পরিস্থিতি বিচার করে ভবিষ্যতে এই সূচিতেও বদলও আসতে পারে বলে জানিয়েছে বিসিসিআই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here